শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৯ মে, ২০১৮, ০৭:২৯ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৮, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে পাল্লা দিচ্ছে চীন

বাঁধন : যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে পাল্লা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরিতে পাল্লা দিচ্ছে চীন। তারা প্রতি মাসে গড়ে ৫ টি করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রতি মাসে একটির ও কম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। চীনের একটি অস্ত্র গবেষণা ইনস্টিটিউটের বরাত দিয়ে খবরটি জানায় মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো।

পলিটিকোর খবরে বলা হয়, ২০১৪ সালের সেপ্টেম্বর এবং গত ডিসেম্বরের মধ্যকার সময়ে প্রায় ২০০টি ল্যাবরেটরি পরীক্ষা চালায় চীন। এসকল পরীক্ষায় তারা পারমাণবিক রয়াসন এবং পদার্থবিজ্ঞান নিয়ে বেশ কিছু গবেষণাও করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ২০১২ সাল থেকে ২০১৭ সালে মাত্র ৫০টি পরীক্ষা চালায়।

যদিও চীন দাবি করছে তারা সাম্ভাব্য হুমকির মোকাবেলা করতে এমন পারমাণবিক অস্ত্র তৈরির পাল্লায় যুক্ত হয়েছে, অনেকেই দাবি করছে যে পারমাণবিক অস্ত্র তৈরিতে চীনের এমন পদক্ষেপ ভবিষ্যতে সাম্ভাব্য পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে।

পেন্টাগনের কর্মকর্তারাও বলেছেন যে যুক্তরাষ্ট্র চায় যে তাদের শত্রুরা এটা বিবেচনায় নিক যে যুক্তরাষ্ট্রের কাছে এমন কিছু অত্যাধুনিক পারমাণবিক অস্ত্র রয়েছে যা যেকোনো সময় একটি বিশাল ভুমিকে তছনছ করে দিতে সক্ষম।

যদিও এরকম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোতে বৈশ্বিক নিষেধাজ্ঞা রয়েছে, উত্তর কোরিয়ার মত দেশের কারণে ক্ষমতাশীল দেশগুলো তাদের পরীক্ষা চালিয়ে যেতে সক্ষম হচ্ছে।

ধারণা করা হচ্ছে, পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে চীনের আগমন হতে পারে বিশ্বের জন্য একটি বড় ধরণের হুমকি কেননা অদূর ভবিষ্যতে এটি একটি পারমাণবিক যুদ্ধের সূচনা হতে পারে। সূত্র : পলিটিকো

  • সর্বশেষ
  • জনপ্রিয়