শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৯ মে, ২০১৮, ০৮:১৩ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৮, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাঁড়ানো অবস্থায় ট্রেনে যাত্রীই তোলা হবে না!

সুজন কৈরী : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে বিশেষ দুটি ননস্টপ প্রিমিয়াম ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে। এই দুটি ট্রেনের ভেতরে দাঁড়ানো অবস্থায় কোনক্রমেই কোন যাত্রী তোলা হবে না। রেল আইন অনুযায়ী প্রিমিয়াম ট্রেন হিসেবে এই দুটি ট্রেনেই যাত্রীকে টিকেট প্রতি মোট ভাড়ার অতিরিক্ত ১০ শতাংশ বেশি ভাড়া প্রদান করতে হবে। ট্রেন দুটির একটি ঢাকা টু খুলনা ও অপরটি ঢাকা টু লালমনিরহাট রুটে চলাচল করবে। অতিরিক্ত যাত্রী চাহিদার কথা বিবেচনা করে ঈদের জন্য ঘোষিত বিশেষ ট্রেনের বাইরেই সোমবার দুপুরে এই দুটি বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রেল সূত্র জানায়, ঢাকা টু লালমনিরহাট রুটের ট্রেনটি ঈদের আগের তিনদিন ও পরের ৫ দিন ১৪ টি কোচ নিয়ে চলাচল করবে। এই ট্রেনটিতে এসি ও নন এসি সকল শ্রেণীর সুবিধাই থাকবে। ঢাকা থেকে রওনা হয়ে শুধুমাত্র শান্তাহার, বগুড়া ও গাইবান্ধায় থামবে। অপরদিকে ঢাকা টু কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের বগি দিয়ে ঢাকা টু খুলনার অপর ট্রেন সার্ভিসটি চালু করা হবে। সূত্র জানায়, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই বিশেষ ট্রেনটি ঈদের আগের তিন দিন ১৩, ১৪ ও ১৫ জুন চলাচল করবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন বলেন, ঈদে যাত্রীর চাপ অনেক বেড়ে যায়। এজন্য এ দুটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর ফলে ওই দুটি রুটের যাত্রীরা আরামে গন্তব্যে যেতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়