শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৯ মে, ২০১৮, ০৭:৫৮ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৮, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বাংলাদেশের কাছে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার কোনো তথ্য নেই’

তরিকুল ইসলাম, কূটনৈতিক প্রতিবেদক : কক্সবাজার থেকে মিয়ানমারে ৫৮ রোহিঙ্গা নাগরিক ফিরে গেছে বলে দাবি করেছে দেশটি। এমন খবর চাউর হবার পর বাংলাদেশ বলছে এমন কোনো তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানা নেই। যদিও মিয়ানমার এ নিয়ে দ্বিতীয় দফায় রোহিঙ্গা নাগরিকদের ফিরে যাওয়া এবং তাদের গ্রহণ করার বিষয়টি আনুষ্ঠানিক ভাবে দাবি করেছে।

বাংলাদেশের শরণার্থী প্রত্যাবাসন বিষয়ক কমিশনার আবুল কালাম এনডিসি জানিয়েছেন, কক্সবাজারের ক্যাম্প থেকে মিয়ানমারে ৫৮ জন রোহিঙ্গা নাগরিক ফিরে যাওয়ার যে দাবি মিয়ানমার করেছে সে সম্পর্কে কোনো তথ্য বাংলাদেশের জানা নেই।

মিয়ানমারের স্টেট কাউন্সিলরের এক বিবৃতিতে রোববার দাবি করা হয়, ৫৮ জন রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজার শিবির থেকে প্রত্যাবাসনের পর মিয়ানমারের অভ্যর্থনা কেন্দ্রে পৌঁছেছে। প্রত্যাবাসন চুক্তি অনুযায়ী তারা ফিরে আসায় রাষ্ট্রপতি তাদারেক সাধারণ ক্ষমা করে দিয়েছেন।

যে সকল রাখাই নাগরিকরা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বিবৃতিতে উল্লেখ করে বলা হয়, বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে ফিরিয়ে নেওয়ার জন্য গত বছরের ২৩ নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী ফেরত আসা জনগোষ্ঠীকে পরিচয় যাচাই শেষে হালা পোহ খুয়াংয়ের ট্রানজিট শিবিরে প্রাথমিকভাবে রাখা হবে।

এর আগে একটি রোহিঙ্গা পরিবারের প্রত্যাবাসনের দাবি করে মিয়ানমার। সে সময় ট্রানজিট পয়েন্টে ঐ পরিবারের ছবি তুলে গণমাধ্যমে সরবরাহ করে দেশটির ডি ফ্যাক্টো বাহিনী। এতে করে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পরে দেশটি। এর দু'মাস না পেরুতেই আবারো প্রত্যাবাসন নাটক মঞ্চায়ন করল মিয়ানমার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়