শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৯ মে, ২০১৮, ০৪:৪৭ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৮, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনিদের ঠেকাতে সমুদ্রপথে কাঁটাতারের বেড়া দিবে ইসরায়েল

সাইদুর রহমান : ফিলিস্তিনিদের ঠেকাতে সমুদ্রপথে কাঁটাতারের বেড়া স্থাপন করবে ইসরায়েল। এ বছরের শেষ নাগাদ গাজা থেকে কয়েক কিলোমিটার উত্তরে সাগর এলাকায় এ কাঁটাতারের বেড়ার নির্মাণ কাজ শেষ হবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবিকে উদ্ধৃত করে আল- জাজিরা জানিয়েছে, বিশ্বে এ ধরনের কাঁটাতারের বেড়া এটাই প্রথম।

২০০৭ সালে হামাসের নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকে উপকূলীয় গাজা উপত্যকাকে অবরোধের লক্ষ্যবস্তুতে পরিণত করে আসছে ইসরায়েল। নির্দিষ্ট এলাকার বাইরে গাজার জেলেদের মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা আছে। ছয় নটিক্যাল মাইল বা ১১ কিলোমিটারের বেশি গেলে গাজার জেলেদের নৌকা লক্ষ্য করে গুলি ছুড়ে ইসরায়েলিরা। এবার তারা সাগরপথে কাঁটাতারের বেষ্টনী তৈরী করছে।

রবিবার (২৭ মে) এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান বলেন, ‘বিশ্বে এ ধরনের বেষ্টনী এটাই প্রথম। এটি সাগরপথে ইসরায়েলে অনুপ্রবেশ কার্যকরীভাবে বন্ধ করবে। এটি হামাসকেও হতাশ করবে। তারা আরেকটি কৌশলগত সক্ষমতা হারাবে।’

ইসরায়েলি মিডিয়ার তথ্য অনুযায়ী, ২০১৪ সালে গাজা যুদ্ধের সময় হামাস যোদ্ধারা সাগরপথে সফলভাবে ইসরায়েলে প্রবেশ করেছে জানার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই কাঁটাতারের বেড়া তৈরির নির্দেশ দিয়েছিলো। সূত্র : আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়