শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৯ মে, ২০১৮, ০১:৪৩ রাত
আপডেট : ২৯ মে, ২০১৮, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিত্য প্রয়োজনীয়পণ্য পরিবহনে পথে পথে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ চায় সংসদীয় কমিটি

আসাদুজ্জামান সম্রাট : বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তেল, ডাল, ছোলা, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)কে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছে। কমিটির বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক যাতে কোন রকম প্রতিববন্ধকতা ছাড়াই পণ্য নিয়ে নির্দ্দিষ্ট গন্তব্যে পৌছাতে পারে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলেছে। কমিটি পথে পথে চাঁদাবাজি বন্ধেরও তাগিদ দিয়েছে।

সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বাজার পরিস্থিতি নিয়ে আলোচনাকালে কমিটির পক্ষ থেকে এ তাগিদ দেয়া হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে সারাদেশে বাজার মনিটারিং কার্যক্রম জোরদার করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে টিসিবিও তৎপর আছে। কমিটির পক্ষ থেকে এজন্য সন্তোষ প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে আরো সতর্ক হতে বলা হয়েছে।

কমিটি সূত্র জানায়, বৈঠকে টিসিবির কার্যক্রম, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এসময় জানানো হয়, রমজান মাসকে সামনে রেখে টিসিবি বাজারে স্বল্পদামে কয়েকটি পণ্য খোলা বাজারে বিক্রির কারণে ছোলা, ডাল, তেল, চিনিসহ অন্যান্য দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে। রমজানের শুরুতে প্রতি কেজি ছোলা ৮৫ টাকায় বিক্রি হলেও এখন তা ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

বৈঠকে বিদেশ থেকে আমদানীকৃত পাথরের শুল্ক কমিয়ে সহনীয় পর্যায়ে আনার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া উত্তরাঞ্চলে যে সমস্ত ছোট ছোট চা বাগান রয়েছে সে সকল এলাকার ভোক্তাদের স্বার্থে চায়ের টেষ্টিং ল্যাবসহ তৃতীয় পর্যায়ে অকশন কেন্দ্র স্থাপনের বিষয়ে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মো. মোতাহার হোসেন, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এনামুল হক, মো. ছানোয়ার হোসেন, লায়লা আরজুমান বানু ও মোহাম্মদ হাছান ইমাম খাঁন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়