শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৯ মে, ২০১৮, ০১:৩২ রাত
আপডেট : ২৯ মে, ২০১৮, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ার পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগ কারখানা ভাঙচুর

সোহেল মুহাম্মদ, আশুলিয়াঃ আশুলিয়ায় একটি পোশাক কারখানায় এক পোশাক শ্রমিক গর্ণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ওই কারখানায় ব্যাপক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা । শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে । অভিযুক্ত দুই ধর্ষণকারীকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে ।
 
সোমবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকায় পেনটা ফরথ এপারেলস লিমিটেড কারখানায় এঘটনা ঘটে।
 
জানা গেছে, গত বুধবার জরুরী শিপমেন্টের জন্য কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নাইট করায় । পরে কারখানার চতুর্থ চলায় নাইট শিফটের কাজ করার সময় ওই শ্রমিককে কারখানার ভিতরে ধর্ষণ করে কারখানার ফিনিশিং ইনচার্য শাহিনুর ও ফ্লোর ইনচার্য রুবেল হোসেন ।
 
পরে আজ ধর্ষণের বিষয়টি ওই নারী শ্রমিক সব শ্রমিককে জানালে শ্রমিকরা ওই দুই কর্মকর্তার গ্রেপ্তারের দাবিতে কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর চালায় । এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের টিয়ারশেল নিক্ষেপ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
 
সংঘর্ষে এসময় কারখানার ১০ জন শ্রমিক আহত হয়। পরে আহত শ্রমিকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। পরে আশুলিয়া থানা পুলিশ খবর পেয়ে কারখানায় গিয়ে ধর্ষণকারী শাহিনুর (৩০) ও রুবেল হোসেনকে (২৯) আটক করে থানায় নিয়ে যান।
 
এবিষয়ে ওই কারখানার এ্যাডমিন ম্যানেজার মো. মনিরুজ্জামান জুয়েল বলেন ধর্ষণের শিকার ওই শ্রমিককে উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে।
 
এবিষয়ে আশুলিয়া থানার ওসি তদন্ত জাভেদ মাসুদ বলেন, ধর্ষণের শিকার ওই শ্রমিককে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টফ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
 
ধর্ষণের শিকার ওই নারী শ্রমিক কাঠগড়া এলাকায় তাহের এর বাসায় একটি কক্ষ ভাড়া নিয়ে স্বামী সেলিম রেজার সাথে থাকতেন । এঘটনায় আশুলিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়