শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৯ মে, ২০১৮, ০১:৩০ রাত
আপডেট : ২৯ মে, ২০১৮, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোস্টগার্ড ও আইএমআরএফ’র যৌথ কর্মশালা অনুষ্ঠিত

সুজন কৈরী : বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনার কারণে প্রতিবছরই উপকূলীয় অঞ্চলে ও অভ্যন্তরীণ নৌ পথে দুর্ঘটনার কবলে পড়ে বহু হতাহতের ঘটনা ঘটছে। বঙ্গোপসাগর ও অভ্যন্তরীণ নদী পথে দুর্ঘটনা ও দুর্যোগে আক্রান্ত মানুষের উদ্ধার তৎপরতার সঙ্গে যথাযথভাবে সম্পন্ন করাকে উদ্দেশ্য করে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাংলাদেশ কোস্ট গার্ড ও ইন্টারন্যাশনাল মেরিটাইম রেসকিউ ফেডারেশনের (আইএমআরএফ) যৌথ ব্যবস্থাপনায় ঢাকার অর্চাড সুইটস হোটেলে ২য় বারের মত মাস রেসকিউ অপারেশনের উপর দিনব্যাপী কর্মশালা চলে।

কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক কমোডোর মীর ইমদাদুল হক প্রধান অতিথি হিসেবে কর্মশালাটি উদ্বোধন করেন। কর্মশালাটি পরিচালনা করেন আইএমআরএফ’র মেরিটাইম মাস রেসকিউ বিশেষজ্ঞ নেদারল্যান্ডের মিস্টার জন গিল ও পর্তুগালের মিস্টার পাওলো ফেলো।

কর্মশালায় স্বশস্ত্র বাহিনী বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, সেনা বাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বিএসএমআরএমইউ, ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স, নৌ পরিবহণ অধিদপ্তর, চট্টগ্রাম, মংলা, পায়রা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ মেরিন একাডেমী (চট্টগ্রাম), মেরিন ফিশারিজ একাডেমি, বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ এবং আনসার ভিডিপি সংস্থার ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এ সময় নৌ দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার তৎপরতায় করণীয় এর উপর বিশদ আলোচনার পাশাপাশি কাল্পনিক ঘটনার উপর ভিত্তি করে উদ্ধার কাজে সম্পৃক্ত সংস্থাসমূহের কার্যক্রম পর্যালোচনা করা হয়। সবশেষে কোস্ট গার্ডের পরিচালক (অপারেশন) ক্যাপ্টেন এম ইকরাম হোসেন অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে কর্মশালাটির সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়