শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০৯:৩৮ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৮, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তর আয়ারল্যান্ডে গর্ভপাত বৈধকরণে সম্মত নন থেরেসা মে!

সান্দ্রা নন্দিনী: উত্তর আয়ারল্যান্ডে নারীদের জন্য গর্ভপাত বৈধকরণের বিষয়ে অসম্মতি জানানোয় নিজদল কনজারভেটিভ পার্টির মন্ত্রী ও আইনপ্রণেতাদের তোপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। প্রতিবেশী আয়ারল্যান্ডে গর্ভপাত বৈধকরণের পক্ষে গণরায়ের পর বিষয়টি আলোচনায় এলো।

ব্রিটিশ সরকারের নারী ও সমতা বিষয়কমন্ত্রী পেনি মোরডন্ট বলেন, আয়ারল্যান্ডে গর্ভপাত বৈধ হওয়ায় তা উত্তরের জন্যও পরিবর্তনের আশা বয়ে আনবে। আয়ারল্যান্ডের জন্য এটি ঐতিহাসিক ও আনন্দের একটি দিন।

এদিকে, থেরেসা মের মুখপাত্র রোববার জানান, যেকোন নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত কেবল উত্তর আয়ারল্যান্ডের সরকার কর্তৃক গ্রহণ করা উচিত।

এক টুইটবার্তায় মে বলেন, ‘আয়ারল্যান্ডের জনগণকে তাদের রায় দেওয়ার জন্য অভিনন্দন।’ তবে, এবিষয়ে উত্তর আয়ারল্যান্ডের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে, তা নিয়ে কোনও মন্তব্যই করেননি তিনি।

প্রসঙ্গত, আয়ারল্যান্ডে শুক্রবার ঐতিহাসিক গণভোটে গর্ভপাতের বৈধতা দেওয়ার পক্ষে গণরায় পড়ে। গর্ভপাত বিষয়ে ইউরোপে বিদ্যমান কঠোরতম কয়েকটি আইনি বিধান শিথিলকরণের উদ্দেশ্যে জনদাবির মুখে গণভোটের সিদ্ধান্ত দেয় দেশটি। তবে, এর ধারাবাহিকতায় উত্তর আয়ারল্যান্ডেও পড়বে কিনা বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। কেননা, এ অঞ্চলটির ওপর ব্রিটিশ সরকারের সর্বতো প্রভাব রয়েছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়