শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০৮:৫৬ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৮, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিক্ষোভের আশঙ্কায় নিষেধের বেড়াজালে ট্রাম্পের যুক্তরাজ্য সফর!

সান্দ্রা নন্দিনী: লন্ডন সফরের সময় বিক্ষোভ এড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ট্রাম্পের আগামী জুলাই মাসে অনুষ্ঠিতব্য যুক্তরাজ্য সফরে লন্ডনের পরিবর্তে নিজ বাসভবনে বৈঠকের অনুরোধ জানাবেন তিনি। রোববার ব্রিটিশ সংবাদপত্র সান এখবর প্রকাশ করে।

খবরে বলা হয়, সফর সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা হোয়াইট হাউজের কাছে পাঠাবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত কিম ডারোচ। সেখানে দু’টি প্রস্তাব থাকবে। ট্রাম্প-মে বৈঠকটি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়-‘ডাউনিং স্ট্রিট’ অথবা থেরেসা মের বাসভবন ‘চেকার্স’এ হওয়ার কথা উল্লেখ করা হবে। তবে, মে ডাউনিং স্ট্রিটের বদলে তার বাসভবন চেকার্সে বৈঠকের বিষয়েই বেশি আগ্রহ দেখিয়েছেন বলে নামপ্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে নিশ্চিত করা হয়।

এছাড়া, ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গেও ট্রাম্পের সাক্ষাৎ বাকিংহাম প্যালেসের পরিবর্তে পশ্চিম লন্ডনে অবস্থিত রাজকীয় বাসভবন উইন্ডসোর ক্যাসেলে সাক্ষাতের অনুরোধ জানানো হবে। একইসাথে, ডারোচ হোয়াইট হাউজকে এও জানাবেন যে, ট্রাম্প যুক্তরাজ্য সফরের সময় দেশটির হাউজ অব পার্লামেন্টেও যেতে পারবেন না। যদিও, ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনও পর্যন্ত এবিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ব্রিটেনের কয়েকটি সংগঠন ও কয়েকজন রাজনীতিক ট্রাম্পের যুক্তরাজ্য সফর নিয়ে বিভিন্ন সময় বিরোধিতা করে নানা মন্তব্য করায়, ট্রাম্পের সফরকে ঘিরে পরিস্থিতি ঘোলা হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগে, লন্ডন মেয়র সাদিক খান বলেছেন, যেকোন মূল্যে ট্রাম্পের লন্ডনে প্রবেশে বাধা দেওয়া হবে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়