শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ১০:৩৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০১৮, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্সেলোনাই মেসির সর্বশেষ ক্লাব

স্পোর্টস ডেস্ক: মেসিকে নিজেদের দলে টানার আশায় থাকা ক্লাবগুলোর স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল বলে মনে হতেও পারে, মেসির এই কথাতে। ১৩ বছর বয়সে আর্জেন্টিনার মায়া ত্যাগ করে বার্সেলোনায় এসেছিলেন বড় ফুটবলার হওয়ার আশায়। সেখানে থেকেই আজ তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হয়েছেন। যেই ক্লাব তাকে এতো কিছু দিয়েছি সেই ক্লাবকেই তারও অনেক কিছু দেওয়ার বাকি আছে। এজন্য জানিয়েই দিলেন, ইউরোপে বার্সেলোনা ব্যতীত আর কোন ক্লাবে তিনি খেলবেন না।

বর্তমানে আর্জেন্টিনার হয়ে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন এই ক্ষুদে যাদুকর। সেখানে আর্জেন্টিনার ‘পাসিওন পর এল ফুটবল’ টিভি অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি অনেকভাবে এটা পরিষ্কার করতে চাই যে, ইউরোপে বার্সেলোনাই হবে আমার একমাত্র ক্লাব। আমি সব সময়েই বলে এসেছি, আমি আর্জেন্টিনার হয়ে কিছুদিন হলেও খেলবো। আমি জানি না আসলে এটা হবে কিনা। কিন্তু আমার এটি মনে রয়েছে।’

মেসি তার শৈশব কাটিয়েছেন স্বদেশী ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে। ক্লাবটির হয়ে ৫০০ গোলও করেছেন মেসি। এই ক্লাবের হয়েই একদিন আর্জেন্টিনার মাটিতে খেলার স্বপ্ন দেখেন মেসি। ‘নিওয়েলস ওল্ড বয়েজের হয়ে আমি অন্তত ৬টি মাস হলেও খেলতে যাই। কিন্তু আমরা কেউ জানিনা সামনে কী হবে।’

অনেক ফুটবলবোদ্ধা মনে করেন মেসি যদি স্পেনের জার্সি গায়ে ফুটবল খেলতেন তাহলে ইতোমধ্যে তার লালিত স্বপ্ন বিশ্বকাপ জয় করতে পারতেন। মেসি এ প্রসঙ্গে বলেন, ‘একদিন আমার এক বন্ধু বলেছিল, তুমি যদি স্পেনের হয়ে খেলতে তাহল এতদিনে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারতে। কিন্তু তখন পরিস্থিতিটা এরকম থাকতো না। এটা আমার মাথায় কখনোই আসেনি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা সবসময়েই বিশেষ কিছু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়