শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০৬:৫৪ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৮, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্যাতনের মুখে সৌদি ফেরত আরো ৪০ নারী

সজিব খান: দিনের পর দিন নিগ্রহ আর নির্মম অত্যাচারের শিকার হয়ে সৌদিআরব থেকে আরো ৪০ নারী শ্রমিক দেশে ফিরেছেন।

রোববার (২৭ মে) রাত ৮ টা ১০ মিনিটে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে তারা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ওই ৪০ নারী শ্রমিকের ফেরত আসার ব্যাপারে পূর্বেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছিল।

ফেরার সময় হতভাগ্য এই নারীদের অনেকেই কিছুই নিয়ে আসতে পারেননি। এমনকি নিজের জামা-কাপড়ের ব্যগ ও পায়ের জুতো জোড়াও ফেলে আসতে হয়েছে তাদের।

সহায় সমম্বলহীন এসব নারী শ্রমিকেরা সৌদি আরবে ভয়াবহ নির্যাতনের বর্ণনা দেন। নির্যাতন সহ্য করতে না পেরে পালিয়ে বাংলাদেশ দূতাবাসে আশ্রয়ের পর, তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানান।

ফেরত আসা নারীদের অভিযোগ, সৌদিতে তোদের ওপর অমানবিক নির্যাতন চালানো হতো। গায়ে গরম পানি ঢেলে দেয়া, মারধর করা ও ধর্ষণসহ নানাভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে তাদের।

সাম্প্রতিক বছরগুলোসহ সৌদি আরবে সব মিলিয়ে নারী শ্রমিক পাঠানো হয়েছে ১ লাখ ৮০ হাজারের মত। এদের মধ্যে শুধু গত কয়েকদিনেই নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন প্রায় দুইশো নারী শ্রমিক।

ব্রাকের তথ্য কর্মকর্তা আল আমিন নয়ন বলেন, আমাদের সরকারের প্রতি একটি আবেদন থাকবে যে, যেই রিক্রুটিং এজেন্সিগুলো এই মেয়েগুলোকে পাঠিয়ে এ ধরনের নির্যাতনের মুখে ঠেলে দিয়েছিল। তাদরে বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা নেয়, সেই ব্যবস্থাই আমরা করবো। আমরা তাদের কেস স্টাডি করবো, তাদের সমস্ত ডকুমেন্ট কালেক্ট করবো। সূত্র: যমুনা টিভি

সূত্র: যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়