শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০৫:৩৫ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৮, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বয়সটাকে তুচ্ছ মনে করেন, তার কাছে এটা শুধু মাত্রই একটা সংখ্যা :ধোনি

স্পোর্টস ডেস্ক: ক্যাপ্টেন কুল’ এর দুর্দান্ত অধিনায়কত্বে দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আইপিএলে ফিরেই চ্যাম্পিয়ন হলো চেন্নাই সুপার কিংস। রবিবার আইপিএলের ১১তম আসরের ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল মহেন্দ্র সিং ধোনির দল।

জয়ের পরে সবাই যখন উদযাপনে ব্যস্ত তখন ধোনিকে লাগছিলো বেশ স্বাভাবিকই। তার মাঝে মধ্যে উচ্ছ্বাসের লেশমাত্র নেই। এক মুখ হাসি নিয়েই মেয়েকে নিয়ে মাঠে প্রবেশ করলেন।

পুরস্কার নিতে এসে আসলে উদযাপন নিয়ে ধোনিকে প্রশ্ন করা হলে তিনি বলেন,‘নির্দিষ্ট কোন পরিকল্পনা নেই। কাল চেন্নাই ফিরে যাব। তার পরে সবাই মিলে উৎসব পালন করা যাবে।’

টি-টোয়েন্টিতে ধোনি বয়সটাকে তুচ্ছ মনে করেন। তার কাছে এটা শুধু মাত্রই একটা সংখ্যা। তাছাড়া তিনি মানেন যে বয়সের চেয়ে ফিটনেসটাই আসল। কাল টি-টোয়েন্টিতে তরুণদের গুরুত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি সেটা পাল্টা জবাব দেন।

তিনি বলেন,‘বয়সটা আমার কাছে শুধু মাত্র একটা সংখ্যা। বয়সের চেয়ে ফিটনেসই বেশি গুরুত্বপূর্ণ। যেমন রায়ডু,ওর বয়স ৩৩, কিন্তু সে যথেষ্ট ফিট। সারা মাঠ জুড়ে শট মারতে পারে। আর যারা মাঠে বেশি দৌড়তে পারে, তাদেরই ক্যাপ্টেনরা বেশি চায়। বয়স ১৯-২০ হলে তাকে ছটফটে হতে হবে। ওয়াটসন ৩৬-এসে ও কী করল, তা নিজের চোখেই সবাই দেখলেন।বয়সটা শুধু মাত্র একটা সংখ্যা’

  • সর্বশেষ
  • জনপ্রিয়