শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০৫:২৪ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৮, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নির্বাচনে প্রার্থী হিসেবে তরুণদের প্রাধান্য দেয়া হবে বেশি’ 

জান্নাতুল ফেরদৌসী: ভোটে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সংসদ নির্বাচনের প্রার্থী ও ইশতেহার চূড়ান্তের কাজ এগিয়ে নিচ্ছে বিএনপি। এছাড়া দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি নির্বাচন প্রশ্নে দাবি নিয়েও আন্দোলন জোরদারের পরিকল্পনা দলটির। আগামী নির্বাচনে ধানের শীর্ষের প্রার্থী হিসেবে তরুণদের প্রাধান্য দেয়ার কথাও জানাচ্ছেন জ্যেষ্ঠ নেতারা।

চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে না যাওয়ার কথা জানাচ্ছেন বিএনপি নেতারা। তবে কৌশলগত কারণে ভোটে যাওয়ার ঘোষণা না দিলেও নেয়া হয়েছে প্রাথমিক প্রস্তুতি। প্রার্থী বাছাই এবং নির্বাচনি ইশতেহার প্রণয়নে গঠিত হয়েছে বিশেষজ্ঞ কমিটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, নেতাকর্মীদের মধ্যে যে বেশি জনপ্রিয় এবং যার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি তাকে আমরা মনোনয়ন দেবো। একাধিক প্রার্থীর তালিকা ইতোমধ্যে করা রয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী বলেন, বিএনপির ভেরত অনেক যোগ্য প্রার্থী রয়েছে মনোনয়ন দেয়ার মতো তবে দলের বাইরের কেউ যদি গণতন্ত্র পুর্নুদ্ধারে আগ্রহ প্রকাশ করে তাকে আমরা মনোনয়ন দেবো।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, তরুণদের প্রাধান্য দেয়া হবে। তাছাড়া নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রাধান্য দেয়া হবে। সাংগঠনিক কাঠামোতে ৩০ জন নারী রয়েছে।

খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের পাশাপাশি নির্বাচন প্রশ্নে দাবি-দাওয়া নিয়ে আন্দোলন জোরদারের পরিকল্পনা করছে বিএনপি।  সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়