শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০৫:১৬ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৮, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি বিশ্বাস করি না এটা মাদকবিরোধী অভিযান

ড. আসিফ নজরুল : আমি বিশ্বাস করি না যে, এটা প্রকৃতপক্ষে মাদকবিরোধী অভিযান। আমরা দেখছি না যে, দেশের মাদক রাজ্যের গডফাদারদের হত্যা করতে। আমরা দেখি না যে, মাদকের সাথে সুপরিচিত গডফাদারদের গ্রেফতার করতে বা তাদের বিচারের আওতায় আনতে। আমরা দেখছি, ছোট ছোট চুনোপুটি মাদক ব্যবসায়ীদের ধরে ধরে হত্যা করতে। সাধারণ মাদক ব্যবসায়ী বা নিম্নস্তরের মাদক ব্যবসায়ীদের গ্রেফতার হতে বা ক্রসফায়ারের শিকার হতে দেখছি। মাদক সিন্ডিকেটের মালিকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অনেক সময় দেখা যায়, এই ধরনের অভিযান পরিচালনা করা হয় টাকা পয়সা ইনকাম করার জন্য।

আরেকটা আশঙ্কা আছে যে, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে এ অভিযান ব্যবহার করা হতে পারে বলে আমার ধারণা। যাকেই ক্রসফায়ারে হত্যা করা হয়, তার সম্পর্কে সত্যতা যাচাই-বাছাই করে সেটা করতে হবে। সরকার যদি সত্যিই মাদক নির্মূল করতে চায়, তাহলে স্পেশাল একটি আইন তৈরি করা উচিত এবং তা করুন। পুলিশ জানে যে, কারা মাদকের ব্যবসা করে। পুলিশ তাদের গ্রেফতার করে স্পেশাল আইনে তাদের বিচার করুক। যা করতে হবে আইনের আলোকে করতে হবে। এক্ষেত্রে বর্তমান বিচারব্যবস্থা অপর্যাপ্ত হলে সেটার সংস্কার করতে হবে। কোন সরকারের অধীনেই খুন কোন বৈধ কাজ নয়। যে দেশের সরকার খুন করা শুরু করে, সে দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে। এমনকি সে দেশের মৌলিক মানবাধিকার বলে কিছুই থাকে না।

পরিচিতি : অধ্যাপক, আইন বিভাগ, ঢাবি/ মতামত গ্রহণ : মো. এনামুল হক এনা/ সম্পাদনা : জাফরুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়