শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০৫:২৬ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৮, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়ের অভিনয়ে মুগ্ধ অমিতাভ!

সাঈদা মুনীর: বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন তার মেয়ে শ্বেতা বচ্চন নন্দার সাথে একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয় করেছেন। শ্বেতা বচ্চনের জন্য এটা নতুনক্ষেত্র। কারন এর আগে তিনি কখনো পর্দায় আসেননি। নির্মাতা ও শুটিংয়ের মানুষরা ভেবেছিলেন ক্যামেরার মুখোমুখি হওয়ার আগে অমিতাভ বচ্চন তার মেয়েকে কিছু পরামর্শ দেবেন। কিন্তু তেমন কিছুই ঘটেনি। বরং মেয়ের অভিনয়ে মুগ্ধ অমিতাভ।

মেয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে টুইটারে অমিতাভ বচ্চন লিখেছেন, “আমরা দু’জন যখন শ্যুটের জন্য সেটে যাই। তখন আমি চিন্তা করেছিলাম শ্বেতা ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে তাকে কিছু উপদেশ দেবো। কিন্তু সে আমার উপদেশ ছাড়াই যেভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করলো তাতে আমি মুগ্ধ।”

মেয়ের অভিনয়ের প্রশংসা করে অমিতাভ আরও বলেন, ‘আমি জানি সে (শ্বেতা বচ্চন) কখনও নিজের মুখে স্বীকার করবে না। কিন্তু তিনি সত্যিকার অর্থে ভালো একজন অভিনেতা।’

সুপারস্টার অমিতাভ বচ্চন অনুভব করেন তার মেয়ে ক্যামেরার সামনে স্বাভাবিকভাবে অভিনয় করবেন, যেহেতু তার স্ত্রী জয়া বচ্চন,পুত্র অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন এবং তিনি নিজেই অভিনয়ের সাথে যুক্ত আছেন সেহেতু তিনি মনে করেন স্বেতা একজন প্রকৃত অভিনেত্রী।

শ্বেতা বচ্চন নন্দা শিগগিরই তার প্রথম বই প্রকাশ করবেন। বইয়ের নাম প্যারাডাইস টাওয়ার। একটি জাতীয় সংবাদপত্রের সাক্ষাৎকারে অমিতাভ বচ্চন বলেন, ‘আমি আমার মেয়েকে নিয়ে গর্বিত। সে খুব ভালো লেখালেখি করে। আমি চাই সে তার লেখা চালিয়ে যাক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়