শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ১১:৪৩ দুপুর
আপডেট : ২৮ মে, ২০১৮, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংড়ায় সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

কামাল হোসেন: সিংড়ায় নাটোর টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাজমুল হাসানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রবিবার (২৭ মে)দুপুরে সিংড়া উপজেলা চত্বরে বাংলাদেশ সাংবাদিক ও লেখক ফোরাম কেন্দ্রীয় ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন লেখক ও সাংবাদিক কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সিংড়া প্রেসক্লাব সভাপতি এমরান আলী রানা , সিংড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাজু আহমেদ, আলীরাজ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নাটোর জেলা পরিষদের সদস্য আলী আকবর চাঁদাবাজি, দোকান ও পুকুর দখলসহ নানা অনিয়মের সাথে জড়িত। আলী আকবরের অপকর্ম বিষয়ে সম্প্রতি যমুনা টিভিতে সংবাদ প্রচার করায় ক্ষিপ্ত হয় সে। এরই জের ধরে আলী আকবর তার দুই সমর্থককে দিয়ে সাংবাদিক নাজমুল হাসানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে।

বক্তারা আরো বলেন, অবিলম্বে সাংবাদিক নাজমুল হাসানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা না হলে আরো বৃহত্তর কর্মসুচি প্রদান করা হবে। এছাড়া মামলার ইন্ধনদাতা জেলা পরিষদ সদস্য আলী আকবরের বিরুদ্ধে তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

লেখক ও সাংবাদিক কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সিংড়া প্রেসক্লাব সভাপতি এমরান আলী রানা বলেন, সাংবাদিক নির্যাতন বন্ধ কর করতে হবে। শুধু নাজমুলই নয় যারা সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে তাদেরকে মামলা প্রত্যাহার করতে হবে। নইলে সামনে কঠোর কর্মসুচি দিতে বাধ্য হবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়