শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০৭:৪৭ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৮, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে আফগান কূটনীতিকদের সতর্ক করল গুগল

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানে আফগান কূটনীতিকরা সরকার-সমর্থিত ডিজিটাল হ্যাকারদের হ্যাকিং এর শিকার হচ্ছে বলে সতর্ক করেছে গুগল। তাদের ইমেইল পাসোয়ার্ড চুরির চেষ্টা চলছে বলে সতর্ক করা হয়েছে।

আফগান দূতাবাসের কর্মকর্তারা বিবিসি’কে জানিয়েছেন, দূতাবাসের দুই কূটনীতিক এবং তাদের মেইল একাউন্ট এ মাসে গুগলের কাছ থেকে সতর্কসংকেত পেয়েছে।

এছাড়া, গুগলের সতর্ক সংকেত পাওয়ার পর আরেক আফগান কূটনীতিকের একাউন্ট হ্যাক হয়েছে এবং সেখান থেকে তার অজ্ঞাতসারে সন্দেহজনক সংযুক্তিসহ ইমেইলও পাঠানো হয়েছে। এসব ইমেইলে পশতুন প্রটেশকন মুভমেন্ট (পিটিএম) এর বিভিন্ন বিক্ষোভের ছবি আছে বলে ধারণা করা হচ্ছে।

গত মাসে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, পাকিস্তানের সেনাবাহিনীর সমালোচনায় সরব কর্মীদের ফোন এবং কম্পিউটারে ম্যালওয়ার ইনস্টল করে দেওয়ার চেষ্টা চলেছিল।

এই অভিযোগের ব্যাপারে পাকিস্তানের সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। তবে এরপরই আফগান দূতাবাসের কর্মকর্তারা গুগলের কাছ থেকে এলার্ট পাওয়ার কথা জানালেন।

পশতুন প্রটেশকন মুভমেন্ট (পিটিএম) পাকিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জন্য সেনাবাহিনীকে দায়ী করে আসছে। পিটিএম কর্মীদের বিক্ষোভগুলো সহিংস না হলেও বিতর্কিত। কারণ, তারা পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর সরাসরি সমালোচনা করে থাকে।

ওদিকে, পাকিস্তানের সেনাবাহিনীর সমর্থকরা পাল্টা অভিযোগ করে বলে আসছে, পিটিএম আফগানিস্তানের গোয়েন্দা বাহিনীর পক্ষ হয়ে কাজ করছে।

আফগানিস্তান এবং পাকিস্তান দু’দেশ বরাবরই একে অপরের বিরুদ্ধে নিরাপত্তা ক্ষুন্ন করার চেষ্টা চালানোর অভিযোগ করে আসছে।

আফগান দূতাবাসের এক কর্মকর্তা বিবিসি কে বলেছেন, কূটনীতিকের একাউন্ট থেকে পাঠানো ইমেইলগুলো যারা পেয়েছে তারা আফগান দূতাবাস পিটিএম আন্দোলনের সঙ্গে জড়িত- এমন ধারণা করতে পারে বলে তিনি উদ্বিগ্ন।

সূত্র : বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়