শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০৭:০০ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৮, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বাইকের জন্য ধোনি আর আমি দেয়ালও টপকেছি’

শুভ : একজন ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক। আরেকজন বলিউডের তারকা অভিনেতা। বলা হচ্ছে, জন আব্রাহাম ও মহেন্দ্র সিং ধোনির কথা। মোটর বাইক প্রীতির কারণেই দুই জগতের দুই তারকার মাঝে গড়ে ওঠে বন্ধুত্ব।

এই কারণেই কি না, বাইক নিয়ে তাদের রয়েছে বেশ কয়েকটি মজার স্মৃতি। যার একটি জানা গেল, শুক্রবার জন আব্রাহাম অভিনীত ‘পরমাণু’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর। এক সাক্ষাৎকারে বলিউডের এই তারকা অভিনেতা জানান, বাইকের জন্য ধোনি আর তিনি একসঙ্গে দেয়ালও টপকেছেন।

জন আব্রাহামের ভাষ্য, ‘একবার আমি আর ধোনি আমার অফিসে বাইক নিতে গিয়েছিলাম। কিন্তু দারোয়ান ঘুমিয়ে পড়েছিল এবং মেইন গেটে তালা ছিল। তবে আমরা ফিরে না গিয়ে দেয়াল টপকে ভেতরে ঢুকি। ভেতরে ঢুকতে সমস্যা না হলেও বের হওয়াটা মুশকিল হয়ে যায়।

আমাদের গেট টপকে বের হতে হতো। মাহি সহজেই বেরিয়ে আসল। আমি ভাবলাম ও যখন পেরেছে, আমিও পারব। কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা সহজ ছিল না। আমি ঠিক ধোনির মতো করেই চেষ্টা করেছিলাম। কিন্তু আমার জিন্স প্যান্ট ছিঁড়ে যায়।’


গুঞ্জন রয়েছে ধোনির গ্যারেজে ৬০টিরও বেশি বাইক রয়েছে।

মোটরবাইকের প্রতি ধোনির প্রেমের কথা কারও অজানা নয়। ধোনির সংগ্রহে আধুনিক মডেলের যত বাইক রয়েছে, তা রীতিমতো ঈর্ষার যোগ্য। ২০১৬ সালে মুক্তি পাওয়া ধোনির বায়োপিক ‌‌‍‍‘এমএস ধোনি - দ্য আনটোল্ড স্টোরি’-তেও দেখা গেছে তার বাইক-প্রীতির নমুনা।


বাইক প্রীতিতে বলিউড তারকাদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন জন আব্রাহাম।
এই বাইক দিয়েই জন আব্রাহামের সঙ্গে ধোনির বন্ধুত্ব। সময় পেলেই বাইক নিয়ে বেরিয়ে পড়েন তারা। জনের নতুন সিনেমা মুক্তি পেলে দেখতে ভোলেন না ধোনি। আবার ধোনির জন্য ক্রিকেট খেলাটাও নিয়মিতই দেখেন জন।

এ নিয়ে ৪৫ বছর বয়সী জন বলেন, ‘ধোনি একজন সত্যিকারের অ্যাথলেট। এমনিতেই আমার ক্রিকেট খেলা দেখতে খুব ভালো লাগে। তার ওপর মাহির মতো একজন প্রিয় বন্ধু থাকায় সময় পেলেই আমি ক্রিকেট দেখতে বসে পড়ি।’  সূত্র : প্রিয়.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়