শিরোনাম
◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০৬:০৯ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৮, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এমপি-মন্ত্রী হয়েছি, তারপরও আমি কোনও সংবর্ধনা নেইনি’

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের বলেছেন, ‘কারো মনে কষ্ট দিয়ে নেতা হওয়ার চেষ্টা করবেন না। কারণ, ক্ষমতা চিরস্থায়ী নয়। আজ আছি, কাল হয়তো নাও থাকতে পারি।’ তিনি বলেন, ‘বাংলাদেশে আমি একটি উদাহরণ সৃষ্টি করেছি। এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি। তারপরও আমি কোনও সংবর্ধনা নেইনি। গেইট করতে দেইনি। আমার এগুলো দরকার নেই। কারও ভালো না লাগলে চলে যান, তবে দলে থেকে কোনও অপকর্ম করলে তা সহ্য করা হবে না।’

রবিবার (২৭ মে) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিলবোর্ডে ছবি দিয়ে নেতা হওয়া যায়না। যারা বিলবোর্ডে আমার ছবির সঙ্গে নিজেদের ছবি দিয়ে গাছের ওপরে টাঙ্গিয়েছেন, সেগুলো অতিসত্তর নামিয়ে ফেলার জন্য বলুন। আমি তৃণমূল থেকে বড় নেতা হয়েছি। আমার নেত্রী আমার ত্যাগের মূল্যায়ন করেছেন। নেত্রীর কাছে আমি কৃতজ্ঞ। এখানে আমার জন্ম, আপনারা আমাকে ভালোবাসেন এবং ভোট দেন বলেই আমি এমপি হই, মন্ত্রী হই।’

মসজিদ বা পবিত্রস্থানে রাজনীতি না করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘একটি বিশেষ দল ইফতার পার্টিতে অহেতুক আক্রমণাত্মক ও বিদ্বেষপ্রসূত বক্তব্য দিয়ে যাচ্ছে। কোনও ধর্মীয় পবিত্র অনুষ্ঠানে তাদের এই নেতিবাচক রাজনীতি, প্রতিপক্ষের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে থাকে। নিজেকে সৎ যোগ্য ও অপকর্মের সঙ্গে জড়িত নয় প্রমাণ করতে পারলেই একজন ভালো রাজনৈাতিক কর্মী হওয়া যাবে।’

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহাবুদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে, মন্ত্রী তার নির্বাচনি এলাকা কবিরহাট উপজেলার কবিরহাট পৌরভবনে উপজেলা পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন।

এই সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়