শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০৬:০৭ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৮, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফায়ার সার্ভিসে যোগ হলো ২৫ বিশেষায়িত এ্যাম্বুলেন্স

সুজন কৈরী : বৈশ্বিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। এবার সেই ধারাবাহিকতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ২৫টি এ্যাম্বুলেন্স যোগ হয়েছে।  সোমবার বিকালে রাজধানীর কাজী আলাউদ্দিন রোডে অবস্থিত অধিদফতরের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ্যাম্বুলেন্সগুলোর উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর ফলে যেকোনো দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের সক্ষমতা আরো এক ধাপ এগোলো। আগের ১৬০টিসহ অধিদফতরে এখন মোট ১৮৫টি এ্যাম্বুলেন্স হলো।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের এ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ (প্রথম সংশোধন) শীর্ষক প্রকল্পের আওতায় এ্যাম্বুলেন্সগুলো ক্রয় করা হয়ছে। জাপানের তৈরি এসব এ্যাম্বুলেন্সের এসেমব্লি হয়েছে থাইল্যান্ডে। ‘ডাবল পেশেন্ট স্ট্রেচার এ্যাম্বুলেন্স’ নামক প্রতিটি এ্যাম্বুলেন্সের খরচ পড়েছে ৫৭ লাখ ৮৭ হাজার ৮৫০ টাকা। এ্যাম্বুলেন্সগুলোতে দুটি করে বেড থাকছে। প্রতিটি বেডেই থাকছে অক্সিজেন সিলিন্ডার সুবিধা।

সূত্র আরো জানান, এ্যাম্বুলেন্সগুলো পাহাড়ি অঞ্চল, বালি ও কর্দমাক্ত রাস্তাসহ যেকোনো রাফ রোডে চলাচলের জন্য উপযুক্ত। এসব এ্যাম্বুলেন্সে যেকোনো বড় ধরণের দুর্যোগ-দুর্ঘটনায় একসঙ্গে দুইজন হতাহত ব্যক্তিকে বহন করা সম্ভব। এর ফলে কোনো দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার আগের তুলনায় দ্রুত হবে। রাজধানীসহ বিভাগীয় জেলাগুলোর ফায়ার স্টেশনে দেয়া হবে। প্রয়োজনে এগুলো সাধারণ মানুষও ব্যবহার করতে পারবে। তবে এর জন্য স্বল্পমূল্যে ভাড়া পরিশোধ করতে হবে। নন এসি এ্যাম্বুলেন্সের জন্য প্রতি কিলোমিটার ৯ টাকা করে যাতায়াত ভাড়া বাবদ দিতে হবে ব্যবহারকারীকে। এসি এ্যাম্বুলেন্সের ক্ষেত্রে অতিরিক্ত ২০ টাকা দিতে হবে। এ্যাম্বুলেন্সে থাকা অক্সিজেন ব্যবহার করলে ১৫০ টাকা দিতে হবে। পুরো সিলিন্ডার ব্যবহারে ৬শ’ ও অর্ধেক ব্যবহারে ৩শ’ টাকা দিতে হবে।

এ বিষয়ে অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান বলেন, এ্যাম্বুলেন্সগুলো যোগ হওয়ায় ফায়ার সার্ভিসের সক্ষমতা অনেকটা বেড়েছে। বেশি পরিমাণ নাগরিকদের সেবা দেওয়ার সূযোগ তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়