শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০২:৪৯ রাত
আপডেট : ২৮ মে, ২০১৮, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের বর্তমান অবস্থা জাতির জন্য হুমকি : মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু : আজকের দেশের যে অবস্থা তা কেবল ব্যাক্তি বা দলের জন্য ভীতি নয় গোটা দেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচন করার চিন্তা করলে তা সঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর একটি হোটেলে যুক্তফ্রন্টের শরিক দল নাগরিক ঐক্য আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আজকের এই ইফতার মাহফিলের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে একটা বড় ভ’মিকা রাখবে। ইফতার মাহফিলের মধ্যে দিয়ে আজকের আমরা পরস্পর কাছাকাছি আসতে পেরেছি।

মির্জা ফখরুল বলেন, দেশে চলমান যে সংকট, তা সমগ্র জাতির সংকট। এ সংকট কোন ব্যক্তি ও দলের নয়। এ সংকট সমস্ত দেশের ও জাতির। আজকে গণতন্ত্রকে যেভাবে লুট করে নিয়ে যাওয়া হয়েছে, মানুষের অধিকারগুলো যেভাবে হরণ করা হয়েছে, যার ফলে আমরা কেউ নিরাপদ নই। দেশে কেউ এখন নিরাপদ নয়। তাই এরই পরিপ্রেক্ষিতে আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে জাতি ক্ষমা করবে না।

তিনি বলেন, খালেদা জিয়াকে সরকার ভয় পেয়ে কারাবন্দি করে রেখেছে। তার মুক্তি ছাড়া নির্বাচন নিয়ে চিন্তা করা ঠিক হবে বলে মনে করি না। বরং আমরা মনে করি, নির্বাচন হতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হতে হবে। সংসদ ভেঙে দিতে হবে, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। এছাড়া নির্বাচন অর্থবহ হবে না।

ইফতার মাহফিলে বক্তব্য দেন যুক্তফ্রন্টের ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সহ-সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, সোনার বাংলা পার্টির চেয়ারম্যান শেখ আব্দুর নূর, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, আইনজীবী শাহদীন মালিক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়