শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০২:৩০ রাত
আপডেট : ২৮ মে, ২০১৮, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরীর দায়ে ৭৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ফয়সাল মেহেদী: বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরীরসহ বিভিন্ন অপরাধে ৭৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার অধিদপ্তরের ২৬ জন কর্মকর্তা ঢাকা মহানগর ছাড়াও ২৩ জেলায় বাজার তদারকি করে এই জরিমানা আদায় করা হয়েছে।

তথ্যমতে, ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস এবং ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় বাজার তদারকি পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরীর অপরাধে নাসির ফুড ইন্ডাস্ট্রিজকে ৩০ হাজার টাকা, শান্ত ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা, মোহাম্মদ আলী সেমাই কারখানাকে ৩০ হাজার টাকা ও হাশেম ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পণ্যের মোড়কে খুচরামূল্য লেখা না থাকায় বোম্বে কনফেকশনারীকে ১০ হাজার টাকা ও ইয়ামিন সুইটস অ্যান্ড বেকারীকে ২ হাজার টাকা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় বিসমিল্লাহ বাণিজ্যালয়কে ৫ হাজার টাকা এবং ফারহা কসমেটিকসকে ১ হাজার জরিমানা করা হয়।

এছাড়াও দেশব্যাপী ২৩ জেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরীসহ বিভিন্ন অপরাধের দায়ে ৬৬ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এই বাজার তদারকিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান, জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, স্যানেটারী ইন্সপেক্টর এবং ক্যাব সহায়তা করেন। এসময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়