শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০২:০৯ রাত
আপডেট : ২৮ মে, ২০১৮, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঘববোয়াল কাউকে ছাড় দেওয়া হবে না : বাতেন

সুশান্ত সাহা : ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেছেন, মাদক নির্মুলে সাঁড়াশি অভিযান চলছে। এই অভিযানে সব পর্যায়ে হাত দেওয়া হবে। ভাসমান, মধ্যম কিংবা রাঘববোয়াল কাউকে ছাড় দেওয়া হবে না।

রোববার বিকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আবদুল বাতেন জানান, ঢাকা মহানগরীতে কারা মাদক আমদানী করছে, কারা সরবরাহ করছে সেই তালিকা পুলিশের কাছে আছে। তালিকার কেউ অভিযান থেকে বাদ যাবে না। তবে তালিকা প্রকাশ করলে মাদক ব্যবসায়ীরা সতর্ক হয়ে যাবে। কারওয়ান বাজারে অভিযানে ৪ নারীসহ ৪৭ জন ভাসমান মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে উল্লেখ করে আবদুল বাতেন জানান, কার কি সাইজ আর কার কি ক্ষমতা এই অভিযানে সেটি কোনো বিবেচ্য বিষয় নয়।

এদিকে, রোববার সকাল থেকে দুপুর প্রর্যন্ত রাজধানীর হাজারীবাগ এলাকার মাদকপল্লী হিসেবে পরিচিত গনকটুলিতে অভিযান চালিয়েছে পুলিশ। মাদকবিরোধী এই বিশেষ অভিযানে সেখানে প্রাথমিক ভাবে ১০৫ জনকে আটক করা হলেও যাচাই বাছাই শেষে ৫৫ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকী ৫০ জনের মধ্যে এলাকার চিহ্নিত ৪ নারী মাদক ব্যবসায়ী রয়েছে বলেও জানান ডিএমপি যুগ্ম কমিশনার আবদুল বাতেন।

এসময় উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান, উপ কমিশনার (তেজাগাঁও) বিপ্লব কুমার সরকার, ডিবি (দক্ষিণ) এর এডিসি মোখলেছুর রহমানসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়