শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০১:৩৯ রাত
আপডেট : ২৮ মে, ২০১৮, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষেপণাস্ত্র কর্মসূচী নিয়ে কোন আলোচনায় যোগ দেবে না ইরান

লিহান লিমা: ক্ষেপণাস্ত্র কর্মসূচী ও উন্নয়ন নিয়ে কারো অনুমতি কিংবা কোনরুপ সমঝোতায় যাবে না বলে জানিয়েছে ইরান। আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলি শামখানি এই কথা জানান।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘চুক্তি বা কোন রুপ সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণই নিজেদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য। আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির জন্য কারো অনুমতির অপেক্ষা করব না। এই বিষয়ে কারো সঙ্গে কোন সমঝোতায় যেতেও রাজি না।’ তিনি আরো বলেন, ‘যে দেশের নিজেদের প্রতিশ্রুতির ওপরই কোন সম্মান নেই সেই ধরনের দেশের সঙ্গে আমরা কোনভাবেই সমঝোতায় যাব না। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি প্রত্যাহার করার মানে হল এটি আন্তর্জাতিক চুক্তিকে সম্মান করে না।’ ইরানের এই উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ‘ইসলামি বিপ্লবের ৪০ বছর হয়ে গিয়েছে। আমরা আজ পর্যন্ত কোন দেশের বিরুদ্ধে আগ্রাসন চালাইনি।’

এর আগে শনিবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতেমি বলেন, ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের শত্রুরা ইরানের প্রতিরক্ষা সক্ষমতা হ্রাস করতে কাজ করছে।’ হাতেমি আরো বলেন, ‘ইরান প্রতিরক্ষা ব্যবস্থায় বিশ্বের অন্যতম একটি দেশ এবং এর সামরিক সক্ষমতা সমঝোতার করার জন্য নয়।’ শনিবার ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী প্রধান ফরজাদ ইসমায়েলি বলেন, ‘ ইরানের পুরেটা জুড়ে ৩ হাজার ৭০০ বিমান বিধ্বংসী ব্যবস্থা রয়েছে। যাতে ইরানের আকাশসীমায় শত্রুদের কোন কার্যকলাপ প্রতিহত করা যায়।’ ইরানের কর্তৃপক্ষ আরো জানায়, ‘যুক্তরাষ্ট্র চুক্তি প্রত্যাহার করে নেয়ায় চুক্তি ধসে পড়েছে। যদি ইউরোপ ইরান চুক্তি অক্ষুণœ রাখতে চায় তবে অবশ্যই এর নিশ্চয়তা দিতে হবে। তবে যদি তারা ইরানের নিরাপত্তা ও স্বার্থ না দেখে, ইরান তার স্বাধীন নীতি বজায় রাখতে অন্য পথ অবলম্বন করবে।’ মাহের নিউজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়