শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ১১:১৯ দুপুর
আপডেট : ২৭ মে, ২০১৮, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঠবাড়িয়ায় মুক্তিপণে অপহৃত ছয় জেলের মুক্তি

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়ার ছয় জেলে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে জলদস্যু কর্তৃক অপহৃত হওয়ার চারদিন পর মুক্তিপণের বিনিময়ে বাড়ি ফিরেছে। রোববার উপজেলার সাপলেজা বলেশ্বর নদ তীরবর্তী ক্ষেতাছিড়া জেলে পল্লীতে পরিবারের কাছে ফিরে আসে তারা। সাপলেজা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আফজাল হোসেন বেপারী বিষয়টি নিশ্চিত করেছেন।

অপহৃত জেলেরা হলেন, উপজেলার ক্ষেতাছিড়া জেলে পল্লীর মৃত হাসেম শরীফের ছেলে জেলে বাদল শরীফ (৫০), তার ছেলে এমরান শরীফ (১৭), মৃত. আব্দুল খালেক হাওলাদারের ছেলে হালি হাওলাদার (২৫), সাহেব আলী হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (১৮), কেতাব আলী হাওলাদারের ছেলে মোফাজ্জেল হাওলাদার (৩০), মৃত আফজাল মৃধার ছেলে মনির হোসেন মৃধা ( ২৮)।

জেলে পরিবার সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার (২৪ মে) উপজেলার ক্ষেতাছিড়া জেলে পল্লীর ছয় জেলে তিনটি ছোট ট্রলার যোগে সুন্দরবনে সংলগ্ন ছাপড়াখালী ও চানমিয়াখালীর শ্যাওলা দুধমুখী নদীর পশ্চিম দিকে বড়শি ও বেন্দি জাল দিয়ে মাছ ধরছিল। এসময় একটি ট্রলারযোগে ১০/১২ জনের জলদস্যু ছয় জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীন বনে আটকে রেখে মুক্তিপণ দাবি করে। অপহরণের খবর পুলিশকে জানালে জেলেদের হত্যার হুমকী দেওয়া হয়। ফলে অপহরণের বিষয়টি চাপা রেখে ২৮ হাজার টাকা মুক্তিপণ পরিশোধ করে ঘটনার চারদিন পর জেলেদের মুক্তি দেয় জলদস্যুরা। অপহৃত জেলেরা ফিরে এসে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করেছেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার জানান, বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মৌখিকভাবে অবহিত করেছেন। ঘটনাস্থল শরণখোলা রেঞ্জের আওতায় পড়েছে। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়