শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০৯:২৭ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৮, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার নিষেধাজ্ঞা প্রত্যাহারে ফিফা সৎ সাহস দেখাবে: প্লাতিনি

স্পোর্টস ডেস্ক : ফিফা আমার নিষেধাজ্ঞা প্রত্যাহারের সৎ সাহস দেখাবে বলে মন্তব্য করেছেন সাবেক উয়েফা সভাপতি ও ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার মিশেল প্লাতিনি। প্লাতিনিকে অভিযুক্ত করার মত প্রমাণ মিলেনি সুইজারল্যান্ডের আইনজীবীরা এমন মন্তব্যের পর বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে নিষেধাজ্ঞাদেশ প্রত্যাহারের দাবি জানান ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার।

সাক্ষাৎকারে প্লাতিনি আজ বলেন, তিনি আশা করছেন বিতর্কিত ১৮ মিলিয়ন ইউরো লেন-দেনের অভিযোগে তার উপর দেয়া নিষেধাজ্ঞাদেশ ফিফা প্রত্যাহারের সৎ সাহস ও ভদ্রতা দেখাবে।
জানা যায়, ২০১১ সালে ফিফার কাছ থেকে প্রায় এক দশক কাজ করার পারিশ্রমিক বাবদ প্লাতিনি ২ মিলিয়ন ডলার গ্রহণ করেছিলেন। তবে কোন চুক্তিপত্র ছাড়াই তিনি সে সময় এ অর্থ গ্রহণ করেছিলেন অভিযোগ এনে ফিফা প্লাতিনিকে ফুটবলের সর্বপ্রকার কার্যক্রম থেকে নিষিদ্ধ করে। পরবর্তীতে আপীল করলে তার ওপড় চার বছরের নিষেধাজ্ঞা দেয় আদালত। ফিফার তৎকালীন সভাপতি সেপ ব্লাটারের কাছ থেকে এ অর্থ নেন প্লাতিনি। এ ঘটনার পর ব্লাটারও এখন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন।

২ মিলিয়ন ডলার অর্থ লেনদেনের বিষয়টি নিয়ে সুইজারল্যান্ডের আইনজীবীদের তদন্তের রিপোর্টে প্লাতিনিকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। সুইস সরকারের আইন কর্মকর্তার অফিস আজ জানিয়েছে, প্লাতিনির বিপক্ষে অভিযোগ আনার মত এ পর্যন্ত কিছু পাওয়া যায়নি। তবে এখনও তদন্ত শেষ হয়নি। মামলার ক্ষেত্রে নতুন সাক্ষী পাওয়া গেলে প্লাতিনিকে একটি আদালতের সামনে হাজির করার প্রয়োজন হতে পারে বলে জানান প্রসিকিউটরের এক মুখপাত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়