শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০৮:১০ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৮, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানেই সাংগঠনিক ভিত্তি জোরদার করার লক্ষ্যে মাঠে নামছে বিএনপি

হ্যাপী আক্তার : রমজানের মধ্যেই দলের সাংগঠনিক ভিত্তি জোরদার করার লক্ষ্যে মাঠে নামেছে বিএনপি। ক্ষমতাসীনদের মোকাবিলা করতে নতুন কার্যকর পরিকল্পনা প্রণয়নে মনোযোগী দলের দায়িত্বশীল নেতারা। অনেকদিন থেকে শুরু হওয়া সরকারবিরোধী দল গঠনের বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব একটি অবয়ব দেওয়া। দাবি আদায়ের সম্ভাব্য আন্দোলনকে ঘিরে ঢাকা মহানগরসহ মেয়াদোত্তীর্ণ কমিটি পুনরায় গঠনের উদ্যোগ নিচ্ছে বিএনপি।

রমজানে সাধারণত ইফতারমুখী রাজনীতিতে ব্যস্ত থাকে বিএনপি। চেয়াপারসন বেগম খালেদা জিয়া কারাগারে থাকায় এবার সীমিত দলীয় কার্যক্রম। আলেম-ওলামা, কূটনৈতিক আর রাজনীতিবিদদের সম্মানের মধ্য দিয়ে শেষ হয়েছে আয়োজন।

তবে এবার ঘরোয়া রাজনীতিতে সক্রিয় থাকবেন নেতাকর্মীরা। চেয়ারপার্সনের মুক্তি আন্দোলনের পাশাপাশি ক্ষমতাসীনদের মোকাবিলা করতে নতুন কর্ম পরিকল্পনা করবে দলটি। এ মাসেই দলটি শেষ করতে চায় সরকার বিরোধী বৃহত্তর ঐক্য গঠন, মিত্রদল ও ব্যাক্তি খোঁজার কাজ।

দলের যে কোনো দুঃসময়ে কার্যকর ভূমিকা না নেওয়ার কারনে অনেক দিন ধরেই সমালোচিত মহানগর নেতারা। সাংগঠনিক ভিত্তি মজবুত করার অংশ হিসেবে ঢাকা মহানগরসহ বিভিন্ন কমিটি পুনঃ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, আমরা আশা করি এদেশে বৃহত্তর একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাজাহান বলেন, বিএনপির ভেতর ও বাহিরে যে সকল দল আছে সত্যিকার অর্থে যারা মানবাধিকার বিশ্বাস করে তাদেরকে সম্পৃক্ত করা হবে। আন্দোলন করা জন্য দলের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। মহানগরসহ প্রতিটি জেলা-উপজেলায় আন্দোলন উপযোগী কমিটি গড়ে তোলার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূলত গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুল হোসেন মান্না, শ্রমিক জনতার কাদের সিদ্দিকী ও জেএসডির আ স ম রব সহ সম্ভাব দলগুলো সাথে আলোপ আলোচনা করছে বিএনপি। রমজানের মধ্যেই একটি চুড়ান্ত সিদ্ধান্ত করতে চায় বিএনপি।

বিএনপির ভাইস চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সকলের গন্তব্যস্থল একটি দিকেই যাবে। সবাই যে গন্তব্যের দিকে যাচ্ছে সেটা সকলেই একতাভুক্তভাবে হবে নাকি যার যার অবস্থান থেকে হবে তা এখনো বলা যাচ্ছে না।

সিদ্ধান্তহীনতা থাকলেও রমজান মাসের মধ্যেই ৩’শ আসনের খসড়া তালিকা নিয়েও কাজ করবে বিএনপি। সূত্র: যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়