শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০৭:২৬ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৮, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ম্যাক্রোঁর বিরুদ্ধে লাখো সরকারি কর্মচারির বিক্ষোভ

আব্দুর রাজ্জাক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে রাস্তায় রাস্তায় লাখো মানুষের বিক্ষোভ হয়েছে। প্রেসিডেন্টকে তার পরিকল্পনা থেকে সরাতে ফার লেফ্ট পার্র্টি ও জেনারেল কনফেডারেশন অব লেবার ট্রেড ইউনিয়নসহ অন্তত ৬০টি সংগঠন সংঘবদ্ধভাবে আন্দোলনে নেমেছে। ফ্রান্সের বিভিন্ন শহরে যৌথভাবে বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়েছে। শুধু দেশটির রাজধানী প্যারিসেই অন্তত ৮০হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে এবং সারাদেশে প্রায় ২লাখ ৫০হাজার মানুষ আন্দোলনে শরিক হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

জেনারেল কনফেডারেশন অব লেবার ট্রেড ইউনিয়ন প্রায় আড়াই লাখ মানুষ বিক্ষোভে অংশ নেয়ার দাবি করলেও পুলিশ বলছে উল্টো কথা। দেশব্যাপী মাত্র ২১হাজার মানুষ আন্দোলনে অংশ নিয়েছে বলে দেশটির পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। কয়েকটি জায়গায় নিরাপত্তা বাহিনী ও জনগণের সাথে সংঘর্ষ হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপের বিপরীতে তাদের ওপর ইটপাটকেল ও বোতল নিক্ষেপ করা হয়েছে বলে পুলিশ অভিযোগ করেছে। নিরাপত্তা বাহিনীর অন্তত ৭জন সদস্য আহত হয়েছে বলে তারা দাবি করেছে। ইতোমধ্যেই অন্তত ৩৫জন বিক্ষোভকারীকে অস্ত্র পরিবহন ও বিভিন্ন জনসম্পদের ক্ষতি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়