শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০৬:০২ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৮, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির জন্ম হয়েছে বঙ্গবন্ধুর হত্যার মধ্যদিয়ে: আহমদ হোসেন

জান্নাতুল ফেরদৌসী: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, পাকিস্তানি চেতনায় গড়ে উঠেছে বিএনপি। বিএনপির জন্ম হয়েছে বঙ্গবন্ধুর হত্যার মধ্যদিয়ে। তিনি বলেন, জিয়াউর রহমান তখন ক্ষমতায় আসলেন এবং সেনাবাহিনীর প্রধান হলেন। বঙ্গবন্ধুর হত্যার খবর শুনে জিয়াউর রহমান বিস্মিত হননি। বিএনপি আমাদের বন্ধু না, তারা পলিটিক্যালি শত্রু। তারা হত্যার রাজনীতি বিশ্বাস করে। আওয়ামী লীগ যেখানে জয় লাভ করবে সেখানে বিএনপি প্রশ্ন থাকবেই।

বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর তৃতীয় মাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি জন্ম জনগণের চেতনার বাইরে। তাই বিএনপি সবসময়ভাবে যেভাবে ক্ষমতায় এসেছিলাম সেভাবে যদি আবার ক্ষমতায় আসতে পারি। ২০১৩, ১৪ ও ১৫ সালে পেট্রোল বোমা ছুড়েছেন। তিনি বলেন, একমাত্র ২০০৮ সালে শান্তিপূর্ণ নির্বাচন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন। আর কেউ শান্তিপূর্ণভাবে ক্ষমতায় আসেননি।

তিনি আরো বলেন, আমরা যদি বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করি তাহলে তারা সিটি নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করলেন। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে পেট্রোল বোমা, জ্বালাও পুড়াও রাজনীতিতে গেলেন। তখন থেকে মানুষের মধ্যে একটি ধারণা সৃষ্টি হয়েছে বিএনপি জ্বালাও পুড়াও রাজনীতি করে। বিএনপি এখন আইনি লড়াই করছে। অনির্বাচিত ব্যক্তি হাতে আমরা নির্বাচনকালীন ক্ষমতা দেবো না। তত্ত্বাবধায়ক সরকার তো তারাই বাতিল করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়