শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০৫:২১ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৮, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতীবান্ধায় গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আহত ৩ পুলিশ

নুরনবী সরকার,লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদক উদ্ধার অভিযানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নুর হাই(৩৯) নামে গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২৭মে) দিবাগত মধ্যরাতে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নুর হাই ওই এলাকার আব্দুস সোবহানের ছেলে।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী নুর হাই দলবল নিয়ে মাদকের চালান পার করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওসি ওমর ফারুকের নেতৃত্বে রমনীগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপর উল্টো আক্রমন করলে পুলিশ জবাব দিতে এক রাউন্ড গুলি ছুড়ে। সঙ্গীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী নুর হাইকে গ্রেফতার করে পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীদের আক্রমনে হাতীবান্ধা থানার এএসআই ইসরাফিল, কনস্টবল সাইদুর রহমান ও আবুল হোসেন আহত হন। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী ও আহত পুলিশ সদস্যদের হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় গ্রেফতার নুর হাইয়ের কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল ৩৫ পিস ইয়াবা ও কিছু দেশী অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নুর হাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে ৪টি মাদকসহ মোট ৫টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেন ।

হাতীবান্ধার ওসি ওমর ফারুক বলেন, আহত মাদক ব্যবসায়ী নুর হাইকে পুলিশ হেফাজতে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্যদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরলেও দুইজন হাতীবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়