শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০৪:০০ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৮, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্দিমুক্তির পরও ভেনিজুয়েলার ওপর অবরোধ থাকবে : পেন্স

আব্দুর রাজ্জাক: যুক্তরাষ্ট্রের নাগরিক জসুয়া হল্ট এবং তার ভেনিজুয়েলা বংশদ্ভুত স্ত্রী থেমি ক্যান্ডেলোকে মুক্তি দেয়ার পরও দেশটির ওপর অবরোধ চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি। শনিবার হোয়াইট হাউজে এমন একটি ঘোষণা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। হল্ট ইতোমধ্যেই ভেনিজুয়েলায় দীর্ঘ দিন কারা বন্দী থাকার পর মুক্তি পেয়েই হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে স্বাক্ষাত করেছে। বন্দীরা মার্কিন সিনেটর বব কোর্কারের মধ্যস্ততায় মুক্তি পাওয়ার পর তার সাথেই দেশে ফিরে যান বলে বিবিসি দাবি করেছে।

পেন্স শনিবার এক বিবৃতিতে জানান, ‘জশুয়া ও তার স্ত্রী এখন নিজ বাড়িতে পরিবারের সাথে শান্তিতেই আছেন। গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত ভেনিজুয়েলার ওপর অবরোধ চলবে। তারা দীর্ঘ ২ বছর কারাভোগের পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর এক নির্দেশনায় মুক্তি পেয়েছে।’ যুগলটি দেশে ফিরে আসার পর পেন্স তার টুইটারে এমন একটি বিবৃতি প্রকাশ করেন।

এদিকে ভেনিজুয়েলার উদ্দোগকে দেশটির রাজধানী কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা শুরুর ইঙ্গিত বলে মন্তব্য করেছেন দেশটির যোগাযোগমন্ত্রী জর্জ রদ্রিগেজ।

উল্লেখ্য, ২৬বছর বয়সী হল্ট মার্কিন অঙ্গরাজ্য ইউটার মরোমো মিশনারির সদস্য। তিনি ইন্টারনেটের মাধ্যমে ক্যান্ডেলোর সাথে পরিচিত হয়ে ২০১৬সালে তাকে বিয়ে করতে ভেনিজুয়েলায় যান। বিয়ের কিছুদিনের মধ্যেই তারা দেশটির গোয়েন্দাদের হাতে গ্রেফতার হন। অবৈধ অস্ত্র বহন ও মাদুরো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়