শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০৩:১৯ রাত
আপডেট : ২৭ মে, ২০১৮, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প-কিম বৈঠক অবশ্যই হবে, দুই কোরিয়ার বিশ্বয়কর স্বাক্ষাত শেষে মুন

আব্দুর রাজ্জাক: ট্রাম্প-কিম সম্মেলন অবশ্যই হবে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন। তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের আমন্ত্রণে বিশ্বয়করভাবে শনিবার দেশটিতে সফরে যান। উত্তর কোরিয়া সম্পূর্ণরুপে পারমাণবিক নিরস্ত্রিকরণে প্রস্তুত আছে বলে সফর শেষে এক বিবৃতিতে তিনি জানিয়েছেন। কিম সম্পর্কে এমন একটি বিবৃতির কথা জানিয়েছে উত্তর কোরিয়া ভিত্তিক সংবাদমাধ্যম ‘নর্থ কোরিয়া ইনসাইট’।

শনিবার দুই কোরিয়ার নেতারা তাদের সীমান্ত এলাকা পানমুজাং এ স্বাক্ষাতে মিলিত হন। জায়গাটিতে যুদ্ধবিরতি কার্যকর থাকায় এখানে তাদের প্রথম সম্মেলনটিও অনুষ্ঠিত হয়েছিল। সেখানে তারা উভয়ে করমর্দন ও আলিঙ্গনের মধ্য দিয়ে তাদের আলোচনা শুরু করেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্সিয়াল অফিসের বরাতে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে, উভয় নেতাকে হাস্যজ্জল আলিঙ্গনরত অবস্থায় দেখা যায়।

উল্লেখ্য, বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে কিমের সাথে অনুষ্ঠিতব্য সম্মেলনটি বাতিলের ঘোষণা দিলে বিশ্ব মোড়লরা উদ্বিগ্ন হয়ে পড়ে। আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি-প্রক্রিয়া নিয়ে আলোচনায় মুনকে উত্তর কোরিয়ায় আমন্ত্রণ জানালে তৎক্ষণাত সারা দেন তিনি। আগামী ১২জুন কিম ও ট্রাম্পের মধ্যে একটি ঐতিহাসিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। প্রথমে বাতিলের ঘোষণা দিলেও ট্রাম্প পরে আবারও সম্ভাবনার কথা জানিয়েছেন। দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়