শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০২:৪৪ রাত
আপডেট : ২৭ মে, ২০১৮, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসুস্থ খালেদা জিয়া রোজা রাখছেন, নামাজ পড়েন

সুজন কৈরী: অসুস্থ হলেও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গতকাল পর্যন্ত সবকটি রোজাই রেখেছেন। সবগুলো রোজাতেই সেহরি ও ইফতারে তিনি কারা কর্তৃপক্ষের দেয়া খাবার খেয়েছেন।

কারা সূত্র জানায়, খালেদা জিয়ার ইফতারে ছোলা, মুড়ি, বুট বেগুনি, আলুর চপ, খেজুর, পেঁয়াজু, ও কিছু ফল ছিল। গতকাল সেহরি খাবার জন্য খালেদা জিয়াকে সাদা ভাত, শিং মাছ, মুরগীর মাংস, সবজি ও ডাল দেওয়া হয়। এছাড়া আজ রোববার সেহরিতে তাকে সাদা ভাত, রুই মাছ, মুরগীর মাংস, সবজি ও ডাল সরবরাহ করা হবে। ইফতারে তেমন কোনো পরিবর্তন হবে না। সূত্র জানায়, সব ধরণের মাছ-মাংস খান না। খালেদা জিয়া বেছে বেছে খাবার খান। নদীর ট্যাংরা জাতীয় ছোট মাছ তার পছন্দ। মিষ্টি জাতীয় খাবার তেমন পছন্দ করেন না তিনি। একজন কারা কর্মকর্তা জানান, ইফতারের মেনুতে শরবত থাকলেও খালেদা জিয়া তা পান করেন না। তিনি পেঁপের জুস পান করেন। তাকে তাই সরবরাহ করা হয়। এছাড়া তিনি বাইরের খাবারও খান না। ওই কর্মকর্তা বলেন, সেহরি ও ইফতারের খাবার কারাভ্যন্তরে কারা বাবুর্চি রান্না করেন। বাইরে থেকে কোনো খাবার আনা হয় না। তিনি আরো বলেন, খালেদা জিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। অসুস্থ হওয়ায় বিছানায় বা চেয়ারে বসে নামাজ পড়েন তিনি। তারাবির নামাজ পড়েন ৮ রাকাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়