শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ১১:০১ দুপুর
আপডেট : ২৭ মে, ২০১৮, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জীবন নাটকটি আমার জীবনই বদলে দিয়েছে’

ডেস্ক রিপোর্ট: তরুণ নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ’র গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় পবিত্র রমজান উপলক্ষে নির্মিত নাটক ‘জীবন’ দেখার পর অনেক তরুণ-তরুণীই ইউটিউব ও ফেসবুকে তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন।

রিফাত নূর নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ফেসবুকে মন্তব্য করেছেন, ‘শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা দিয়ে সমাজে যে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায় তার উৎকৃষ্ট প্রমাণ জীবন নাটকটি। অনেক কিছু শিখেছি এ নাটক থেকে। বলতে পারি, জীবন নাটকটি আমার জীবনই বদলে দিয়েছে।’

এ ছাড়াও ইউটিউবে জসিম উদ্দিন নামে একজন কমেন্ট করেছেন, ‘সত্যি এটার নামই জীবন। এমন একটি জীবন আমি চাই। পরিচালককে অনেক অনেক ধন্যবাদ।’

মাসুদ রানা নামে আরেকজন মন্তব্য করেছেন, ‘নাটকটি থেকে অনেক কিছু শেখার আছে। এরকম নাটক বাংলাদেশে আরও বেশি বেশি নির্মিত হোক।’

জীবন নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় জুটি অপূর্ব ও তানজিন তিশা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন আমিন ইসলাম, শিল্পী সরকার অপু, রকি খান প্রমুখ।

প্রযোজক সারওয়ার বাপ্পীর ইউটিউব চ্যানেল Sarwar Tube -এ নাটকটি রিলিজ হয় গত ১৮ মে। এরই মধ্যে প্রায় ছয় হাজার আটশ’ দর্শক এতে কমেন্ট করেছেন। তাদের বেশিরভাগেরই ভাষ্য, নাটকটি তাদের জীবনকে পাল্টে দিয়েছে। সুন্দর ব্যবহার, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সুশৃঙ্খল জীবনযাপন সাফল্যের চাবিকাঠি একথা মেনে নিয়ে পরিচালক মাবরুর রশিদ বান্নাহকে বাহবা জানিয়েছেন সবাই। সূত্র: প্রিয়.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়