শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০৮:৩৯ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৮, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমানে ঘূর্ণিঝড়ে আক্রান্তদের খোঁজ-খবর রাখা হচ্ছে: শাহরিয়ার আলম

তরিকুল ইসলাম, কূটনৈতিক প্রতিবেদক : ওমানে ঘূর্ণিঝড়ে আক্রান্ত এলাকায় বিশেষ করে সালালায় যেখানে বাংলাদেশীরা সমুদ্রে মাছ ধরার কাজ করছে মাস্কটে বালাদেশ মিশনের পক্ষ থেকে তাদের খোঁজ-খবর রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সালালা বিমানবন্দর খুললেই ক্ষতিগ্রস্ত এলাকায়। আমাদের দূতাবাসের কর্মকর্তারা যাবেন। আমাদের দুতাবাস অন্যান্য দুতাবাসগুলোর সঙ্গে তথ্য আদানপ্রদান করছে।

শনিবার মধ্যরাতে তিনি এখবর নিশ্চিত করে তিনি বলেছেন, আগে থেকেই সর্তক সংকেত দেবার কারণে আমরা আশা করছি সেখানে খুব বেশী ক্ষতি হবেনা। এখন পর্যন্ত একটি ভবনের আংশিক ক্ষতির কথা জানা জানতে পেরেছি যেখানে মোট ৭ জন দক্ষিণ এশীয় আহত বা নিহত হয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, বিস্তারিত নিশ্চিতভাবে এখনও জানা যায়নি।  কোন ক্ষতি হয়ে থাকলে +968-99413132 নম্বরে ফোন করে সহায়তার জন্য তথ্য জানানো যাবে। এ ছাড়া ফেসবুক আইডি Bangladesh Embassy Muscat, Oman এর মাধ্যমেও তথ্য জানানো যাবে।

ভারত সরকারের পক্ষ থেকে নৌবাহিনীর  উদ্ধারকারী দুইটি জাহাজ ওমানে পাঠিয়েছে। আমি ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের সাথে কথা বলেছি ঝড়ের কবলে কোন বাংলাদেশী সমস্যায় পড়লে তাদেরকেও উদ্ধার করে সহায়তা করার জন্য। তিনি নিশ্চিত করেছেন অতিতে ইয়েমেনের উদ্ধার কাজের মতো সর্বোচ্চ সহায়তা তাদের পক্ষ থেকে করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়