শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০৯:০৪ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৮, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালাহকে কাঁদিয়ে হ্যাটট্রিক শিরোপা রিয়ালের

কেএম হোসাইন : কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মধ্যকার ম্যাচে ৩-১ গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ। সমান তালে প্রথম থেকে খেলে গেলেও  ৩০ মিনিটে রামোসের কঠিন চ্যালেঞ্জে হাত আটকে ইনজুরিতে মোহাম্মদ সালাহ মাঠ ছাড়লে আর মাঠে খুঁজে পাওয়া যায়নি লিভারপুলকে। তাতে সুযোগ কাজে লাগিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ানস লীগ জিতে নিল রিয়াল।

কিয়েভের অলিম্পিয়েস্কি ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটি শুরু হয় রাত পৌনে একটায়। খেলাটি উত্তেজনার পারদে ঠাসা হবে সেটা আগেই আচঁ করা গেছিলো। খেলা শুরুর পরে সেই রুপ দেখা গেল। আক্রমণ পাল্টা আক্রমণে দুই দলই ব্যস্ত থেকেছে গোল মুখে। তারপরও কোন দলই প্রথমার্ধে কোন গোল করতে পারেনি। গোলশূন্য প্রথমার্ধ শেষ করে রিয়াল-লিভারপুলের খেলোয়াড়রা।

১৪ মিনিটে  সুযোগ এসেছিলো রিয়াল শিবিরেও। টনি ক্রুসের বাড়ানো বল থেকে গোলবারের ডান দিক দিয়ে যেয়ে গতিময় শট নিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু বলটি গোলবারে কিছুটা উপর দিয়ে বল চলে গেলে এই যাত্রায় বেঁচে যায় ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

২৬ মিনিটে ম্যাচে নেমে আসে স্থবিরতা। রিয়াল ও লিভারপুলের স্কোর লাইন তখন ০-০।  মাঝমাঠ থেকে বল নিয়ে রিয়াল গোলবারের দিকে ছুটছিলেন সালাহ। তার পা থেকে বল নিতে সার্জিও রামোস তার ডান হাত ধরে একই সমান্তরালে ছুটলে এক সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান  এই নন্দিত লিভারপুল স্ট্রাইকার।

পড়ে গিয়ে বেশ কিছুক্ষণ কাতরানোর পর ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মাঠের বাইরে নিয়ে যান। ক্রিস্টিয়ানো রোনালদোর সান্তনা পেয়ে বহুদিনের বহুযত্নে লালিত স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়ে কাঁদতে কাঁদতে মাঠ  ছেড়ে বেরিয়ে যান।

১০ মিনিট যেতে না যেতেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পরে মাঠ থেকে বেরিয়ে যান রিয়ালের রাইটব্যাক ড্যানি কারবাহাল।

তারপের ৫১ মিনিটে লিভারপুল গোলরক্ষকের হেয়ালিপনার সুযোগ শতভাগ কাজে লাগিয়ে হোয়াইটদের ১-০ তে এগিয়ে দেন করিম বেঞ্জেমা।  মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন অলরেডদের হাজার হাজার সমর্থক।

তবে তাদের সেই হতাসাকে উ‍ৎসবে রুপ দিতে খুব বেশি সময় নেয়নি লিভারপুল।  ৫৫  মিনিটে জেমস মিলনারের কর্ণার কিক থেকে দিহান লোভরেন হেড দিয়ে সাদিও মানের কাছে বল দিলে গোলপোস্টের একেবারে সামনে থেকে তা পা বাড়িয়ে জালে জড়িয়ে ম্যাচে ১-১ সমকা আনেন।

অবশ্য সমতাটি খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিভারপুল।  ৬৩ মিনিটে মার্সেলোর ক্রস থেকে বাই সাইকেল শটে গোল করে রিয়ালকে ৩-১ এ ব্যবধান এনে দেন গ্যারেথ বেল।

এটি রিয়াল হ্যাট্রিক ও ১৩ তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয় ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়