শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০৫:৫২ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৮, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ বছর পর ফিরলেন খন্দকার ইসমাইল

নিজস্ব প্রতিবেদক : বিশ বছর পর টিভি উপস্থাপক খন্দকার ইসমাইল আবারো অভিনয়ে ফিরলেন। ১৯৯৮ সালে বাংলাদেশ টেলিভিশনের ‘সময় বহিয়া যায়’ শিরোনামের একটি নাটকে এই উপস্থাপক ও অভিনেতাকে দেখা যায়।

সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘হৃদয়ের টান’ শীর্ষক একটি নাটকে। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী ঈশানা। নাটকটি রচনা করেছেন মানসুরা নবী। পারিচালনা করেছেন নুরন্নবী রাসেল ।

নাটকের গল্পে দেখা যাবে, বিপুল ও মৌমিতা সুখী দম্পতি। কলকাতা শহরে তাদের বসবাস। কিন্তু হঠাৎ একটি দু:স্বপ্ন তাদের সংসারে সুখ সব কিছু এলোমেলা করে দেয়। মৌমিতা স্বপ্ন দেখে দূরে কোথাও কান্নায় ভেজা কোনো একটি মায়ের মুখ। অন্য দিকে একটি শিশু তাকে মা মা বলে ডাকে। এটিকে বিপুল নিছক স্বপ্ন ভাবে। কিন্তু মৌমিতা এই স্বপ্নের মাঝে কোনো রহস্য আছে বলে ভাবতে থাকে। এভাবে নাটকের গল্পটি এগিয়ে যায়।

প্রসঙ্গত, খন্দকার ইসমাইল ১৯৯১ সালে ড. এনামুলহকের লেখা ‘শ্রাবনে বসন্ত ’নাটকে প্রথম অভিনয় করেন। পরবর্তীতে ‘দ্বিতীয় পরমায়ু’ , ‘অরণ্যে রোদন’ ও ‘সময় বহিয়া যায়’সহ বেশ কিছু নাটকে তাকে দেখা যায়। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বহুরূপী’, ‘আড্ডা’এর সফল উপস্থাপক তিনি। কথা বলার অসাধারণ অঙ্গভঙ্গি আর অভিব্যক্তি তাকে অসাধারণ করে তুলে ধরেছে দেশে-প্রবাসে কোটি কোটি দর্শক হৃদয়ে। এটিএন বাংলার ব্যয়বহুল আর জমাকালো ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো, ঈদের বাজনা বাজেরে’ এই দুটি অনুষ্ঠান তিনি নিয়মিত উপস্থাপনা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়