শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০২:০৮ রাত
আপডেট : ২৭ মে, ২০১৮, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখনই আনোয়ার ইব্রাহিম সরকারী পদ গ্রহণ করতে অসম্মতি জানিয়েছেন

ইফ্ফাত আরা: মালয়েশিয়ার রাজনৈতিক দল পাকাতান হারাপানের নেতা আনোয়ার ইব্রাহীমকে দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ রাষ্ট্রীয় পদ নেবার অনুরোধ করলে তিনি এই প্রস্তাব বিনীতভাবে প্রত্যাখান করেছেন।

শুক্রবার রাতে সেবারাঙজয়ায় এক সম্মেলনে তিনি বলেছেন, মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে নতুন প্রধানমন্ত্রীর আরো অনেক কাজ করার আছে। তাকে এখন এ বিষয় নিয়ে বিচলিত করতে চাচ্ছিনা। তিনি আরো জানান, দেশটির প্রধানমন্ত্রীর সাথে দু’বার তার দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে। প্রথমবার হাসপাতাল ও দ্বিতীয়বার গত সপ্তাহে তার কার্যালয়ে। সেখানে প্রধানমন্ত্রী তাকে রাষ্ট্রীয় কোনো পদ নিতে চান কিনা জিজ্ঞেস করায় তিনি তা প্রত্যাখান করে বলেছেন প্রধানমন্ত্রীর হাত দিয়ে দেশের অনেক উন্নতি সাধন ও পরিবর্তন আনা এখনো বাকি।

এদিকে আনোয়ার ইব্রাহীম পাকাতান হারাপান (পিএইচ) দলের রাজনৈতিক নেতাদের নির্দেশ দিয়েছেন তারা যেনো মাহাথিরের অতীতের কর্মকান্ড ক্ষমা করে দেন। যখন মালয়েশিয়ার পুনর্গঠন ও দূর্নীতির বিরুদ্ধে মাহাথিরকে রুখে দাঁড়াতে দেখেছেন তখনই তাকে তিনি ক্ষমা করে দিয়েছেন বলে উল্লেখ করেন আনোয়ার ইব্রাহীম। যে ব্যক্তি জেলে দিয়েছে তাকে ক্ষমা করা এতো সহজ নয়, তারপরেও তিনি তাকে
ক্ষমা করেছেন কারণ প্রধানমন্ত্রী নিজে স্বীকার করেছেন যা করেছিলেন তা ভুল ছিলো। এরচেয়ে বেশি একজন প্রধানমন্ত্রীর কাছে আর কী আশা করা যায়!

অপরদিকে শুক্রবার রাতে সেবারাঙজয়ায় তিনি গণমাধ্যমকে উদ্দেশ্য করে বলেন, ‘সরকারকে তোষামদ করা বন্ধ করে আপনারা যা সত্য তাই প্রকাশ করতে শিখুন।’ পূর্ববর্তী সরকারের সময় শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে গণমাধ্যম যা বলেছিলো তা সম্পূর্ন মিথ্যে বলে তিনি উল্লেখ করেন। গণমাধ্যমকে সরকারের গঠনমূলক সমালোচনা করে, জনগণের কথা তুলে ধরে, দেশের গনতন্ত্রকে আরো মজবুত করার আহবান জানান আনোয়ার ইব্রাহীম। নিউজ ফ্রি এন্ড ইনডিপেনডেন্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়