শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০২:২৫ রাত
আপডেট : ২৭ মে, ২০১৮, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষনীয় স্থান হিসেবে দেখছে চীন

রাকিব খান :  বাংলাদেশ এখন চীনা বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থানের একটি। চীনা বিনিয়োগকারীরা ব্যবসা-বান্ধব পরিবেশের উন্নতির জন্য বাংলাদেশের উচ্ছ্বসিত প্রশংসা করে এ কথা বলেছেন।

চীনের রাজধানী বেইজিংয়ে হোটেল সেন্ট রেজিসে বাংলাদেশ দূতাবাস এবং চীনা টপ ৫০০ ফরেন ট্রেড এন্টারপ্রাইজ ক্লাব-এর যৌথ উদ্যোগে আয়োজিত চীন-বাংলাদেশ বিজনেস ফোরামে বক্তৃতাকালে তারা এ মন্তব্য করেন। আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়।

চীনের বেশ কিছুসংখ্যক কোম্পানীর প্রতিনিধি এবং ব্যবসায়ী এই ফোরামে যোগ দেন। ফোরামে বলা হয়, চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে তাদের বিনিয়োগ বৃদ্ধি করতে পারে।

বাংলাদেশে ব্যবসাকারী চীনের ব্যবসায়ীরা অনুষ্ঠানে বাংলাদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস স্থাপনের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বাংলাদেশের জনগণের ও ব্যবসায়ি সম্প্রদায়ের বন্ধুত্বপূর্ণ আচরণের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তারা বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশিলতার প্রশংসা করে বাংলাদেশ খুব শিগগির একটি সমৃদ্ধশালী দেশ হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে শানডং ওয়টিরি কনজারভ্যান্সি কনস্ট্রাকশন গ্রুপের জেনারেল ম্যানেজার উয়াং কিনজিয়ান বাংলাদেশে তার কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে বাংলাদেশে বিনিয়োগ করতে চীনের বিনিয়োগকারীদের প্রতি আহবান জানান।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অসামান্য অগ্রগতি তুলে ধরে বলেন, বাংলাদেশ ধীরে ধীরে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা অজর্নের পথেই এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক সেক্টরে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে বলে তিনি জানান।

রাষ্ট্রদূত ভিশন -২০২১ এবং ২০৪১-এর উল্লেখ করে বলেন, দ্রুত শিল্পায়নের জন্য প্রয়োজন অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন।
তিনি বলেন, সরকার ব্যবসা ও বিনিয়োগমুখী নীতি গ্রহণ করেছে এবং বিদেশী বিনিয়োগকারীদের জন্য পূজি প্রত্যাহার, কর অবকাশ, কর মুক্ত যন্ত্রাংশ আমদানি সুবিধাসহ একগুচ্ছ ইনসেন্টিভ দিচ্ছে।

রাষ্ট্রদূত বলেন, চীনের ব্যবসায়িরা বাংলাদেশে শিপবিল্ডিং, ওষুধ, কৃষি প্রক্রিয়াকরণ, পাট, হালকা প্রকৌশল. আইসিটি, অবকাঠামো এবং পর্যটনের মতো বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে পারে। -বাসস

  • সর্বশেষ
  • জনপ্রিয়