শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০১:১২ রাত
আপডেট : ২৭ মে, ২০১৮, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের ফ্যাসিবাদী আচরণ মানবাধিকারের পরিপন্থী : জামায়াত

রফিক আহমেদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আবদুল গফুরসহ অন্যান্য জামায়াত নেতাদের গ্রেফতার সরকারের ফ্যাসিবাদী আচরণ মানবাধিকারের পরিপন্থী। কুষ্টিয়া জেলার মীরপুরের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল গফুরসহ জামায়াতে ইসলামীর ৪ জন নেতা-কর্মীকে গত ২৫ মে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। পরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। শনিবার এক বিবৃতিতে জামায়াতের নায়েবে আমীর এ কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বলেন, আবদুল গফুর কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর ও একজন জনপ্রিয় নেতা। তিনি তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একবার কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার জনপ্রিয়তার কারণেই তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ গ্রেফতারের ঘটনার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। গফুরসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়