শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ মে, ২০১৮, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৬ মে, ২০১৮, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষুদ্র উদ্যোক্তা সেল গঠনের আহ্বান অর্থনীতি সমিতির

আদম মালেক : ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে ব্যাংক ঋণ সহজলভ্য করার জন্য ক্ষুদ্র উদ্যোক্তা সেল গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবনা ২০১৮-১৯’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাত। সূচনা বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ। সম্মেলনটি ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, দিনাজপুর, নড়াইল, নোয়াখালী, চাঁদপুর ও ময়মনসিংহে একযোগে অনুষ্ঠিত হয়।

অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারাকাত বলেন, ব্যাংকখাতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে সব বিষয় বাজেটে অন্তর্ভুক্তির জন্য আমরা অতীতে সুপারিশ করেছি সেগুলো খুব একটা বাস্তবায়ন হয়নি এজন্য আসন্ন বাজেটে তা অর্ন্তভুক্ত করতে হবে।

তিনি বলেন, ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে ব্যাংক ঋণ সহজলভ্য করার লক্ষ্যে সকল ব্যাংককে তাদের ঋণের অন্তত ২৫ শতাংশ এক কোটি টাকার কম পুুঁজিসম্পন্ন ক্ষুদ্র প্রতিষ্ঠানে প্রদানের বাধ্যবাধকতা সৃষ্টি করতে হবে। প্রতিটি ব্যাংকে ক্ষুদ্র উদ্যোক্তা সেল গঠনের উদ্যোগ নিতে হবে তবে খেয়াল রাখতে হবে। এ ঋণ হবে চাহিদা-তাড়িত সরবারাহ-তাড়িত নয়।

স্থান্তান্তরযোগ্য সম্পদের ভিত্তিতে গ্রুপ ব্যাংকিং সিস্টেমে ক্ষুদ্র প্রতিষ্ঠানে ঋণ সরবরাহের ব্যবস্থা গড়ে তোলারও প্রস্তাব করেন তিনি।

এই অর্থনীতিবিদ বলেন, ১০০ সর্বোচ্চ ঋণখেলাপীদের মোকাবেলার জন্য বিশেষ ট্রাইবুনাল গঠনের পাশাপাশি আর্থিকখাতের জন্য আলাদা ন্যায়পাল নিয়োগ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়