শিরোনাম
◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৬ মে, ২০১৮, ০৭:৫৯ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৮, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডি-লিট ডিগ্রী সকল বাঙালির জন্য উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

হ্যাপী আক্তার: পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি. লিট) উপাধি পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী বলেন, এ সম্মান সকল বাঙালির জন্য উৎসর্গ করলাম।

শনিবার (২৬ মে) বাংলাদেশ সময় দুপুর দেড় টায় তাকে এ উপাধি দেয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, আমাকে যখন দাওয়াত দেওয়া হলো তখন রাজি হয়েছি একটি নামের জন্য সেটা হলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্য । যে সম্মান আমাকে দেওয়া হলো তা উৎসর্গ করলাম বাংলাদেশের সকল নাগরিককে। একমাত্র শিক্ষাই পারে একটি দেশকে দারিদ্র্যমুক্ত ও উন্নত করতে। কবি নজরুল একদিকে ইসলামীক হাদ, নাথ ও নানাভাবে তিনি প্রকাশ করেছেন। তার সাথে হিন্দু ধর্মের জন্যও কাজ করেছেন। তিনি যে উচ্চাঙ্গ সঙ্গিতকে অনেক সমৃদ্ধ করেছে।

তিনি আরো বলেন, করি নজরুলকে দুখো মিয়া নামে মানুষ চিনে। তবে তিনি দুখো মিয়া নয়। নজরুলকে তার লেখনির জন্য তাকে কারাগারেও যেতে হয়েছে। বঙ্গবন্ধুর সঙ্গে নজরুলের চেতনার অনেক মিল ছিলো।

এরআগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দু’দিনের সরকারি সফরে গতকাল কলকাতা গেছেন প্রধানমন্ত্রী। এরপর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন তিনি। ওই অনুষ্ঠানে নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নির্মিত 'বাংলাদেশ ভবন'-এর উদ্বোধন করেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। এরপর দু'দেশের প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ওইদিন বিকেলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবাসস্থল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিদর্শন করেন শেখ হাসিনা।

আজ নেতাজী সুবাস বসু জাদুঘর পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর রাতে দেশে ফিরবেন তিনি। সূত্র : সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়