শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ১২:৩০ দুপুর
আপডেট : ২৭ মে, ২০১৮, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডি-লিট উপাধি গ্রহণ করলেন

আবু সাঈদ ফাহিম : ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি. লিট) উপাধি পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৬ মে) বাংলাদেশ সময় দুপুর দেড় টায় তাকে এ উপাধি দেয়া হয়।

বার্তা সংস্থা বাসস জানান, শেখ হাসিনা অনুষ্ঠানে ভাষণ দেবেন এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক বিতরণ করবেন।

গতকাল (২৫মে শুক্রবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন।পরে তিনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন করেন।

এ সময় তিনি  বক্তব্যে  মুক্তিযুদ্ধের সময় ভারতের সহযোগিতার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও যেকোন সমস্যা বন্ধুত্বপূর্ণ পরিবেশে সমাধান করার কথা বলেন ও রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে  আবারও ভারতের সহযোগিতা চান ।

কলকাতার ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন, এসময় শেখ হাসিনা বলেন, দেশের আরো উন্নয়নে ভারতীয় বিনিয়োগকে বাংলাদেশ স্বাগত জানায়। একইসঙ্গে তিনি বাংলাদেশি বিনিয়োগকারীদের ভারতে বিনিয়োগে বিশেষ করে যৌথ উদ্যোগের সুবিধা দিতে সেদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এতে উভয় দেশ লাভবান হবে।

অনুষ্ঠানে সবশেষে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ভারতের জন্য অনুকরণীয়। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার লক্ষ্য অর্জনে ভারত বাংলাদেশকে সব ধরণের সহযোগিতা ও পূর্ণ সমর্থন দেবে বলে জানান তিনি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভিষ্ট লক্ষ্যে পৌঁছুবে বলেও আশা করেন ভারতের প্রধানমন্ত্রী। সূত্র : ডিবিসি নিউজ, এনটিভি

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়