শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ মে, ২০১৮, ০৫:৪০ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৮, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় ছেলে আয়মনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে সাজেদা চৌধুরীর নালিশ

হুমায়ুন কবির খোকন: বড় ছেলে আয়মন আকবর চৌধুরী বাবলুর বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নালিশ করেছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তার নামে বরাদ্দ দেওয়া বনানীর সরকারি প্লট আয়মনের নামে লিখে নেওয়া, দুর্নীতি, চাঁদাবাজির অভিযোগ করেন সাজেদা চৌধুরী। গত ১৮ মার্চ সাজেদা চৌধুরী তিন ছেলে-মেয়েসহ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নালিশও করেন। সর্বশেষ বাবলুর ওপর রাগ করে তিনি  ওইদিনই গুলশানের সরকারি বাড়ি  ছেড়ে গিয়ে উঠেন ধানম-িতে ছোট ছেলে শাহদাব আকবর লাবুর ফ্ল্যাটে। এর পর জনপ্রশাসনে ডিও লেটার দিলে আয়মন আকবরকে সহকারী একান্ত সচিবের (এপিএস) পদ থেকে সরিয়ে দিয়ে সাবেক এপিএস মো. শফি উদ্দিনকে গত ২১ মার্চ এপিএস পদে নিয়োগ দেওয়া হয়।

সূত্রমতে, সংসদ উপনেতা বাড়িটি ছাড়ার পরপরই তা বুঝে নিতে চিঠি দিয়েছেন গণপূর্ত মন্ত্রণালয়কে। ওই বাড়ি থেকে ইতোমধ্যে সংসদ উপনেতার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও অন্যান্য স্টাফ প্রত্যাহার করা হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র। তবে ওই বাড়িতে বসবাস করছেন আয়মন আকবর চৌধুরী বাবলু।

দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সাজেদা চৌধুরী প্রধানমন্ত্রীর কাছে আয়মন আকবর চৌধুরী বাবলুর বিরুদ্ধে যেসব অভিযোগ করেছেন তার মধ্যে আছে তদবির বাণিজ্য, রাজনৈতিক সহকর্মী ও নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার এবং তাদের মারধর ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা। এ ছাড়া বনানীতে রাজউক থেকে সাজেদা চৌধুরীর নামে বরাদ্দ পাওয়া পাঁচ কাঠার একটি প্লট বড় ছেলে তার নামে লিখিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। পাঁচ কাঠার ওই প্লটের হস্তান্তর দলিল বাতিলের জন্য গত মাসে ঢাকার এক নম্বর যুগ্ম জেলা জজ আদালতে আবেদন করেছেন সাজেদা চৌধুরী। পরিবারের একাধিক সদস্য জানান, ২০১৫ সালের নভেম্বরে স্বামী গোলাম আকবর চৌধুরী রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুশয্যায় থাকাবস্থায় সাজেদা চৌধুরী নিজেও গুরুতর অসুস্থ ছিলেন। ওই সময় ব্যাংক থেকে ঋণ নেওয়ার কথা বলে আয়মন আকবর চৌধুরী বাবলু প্লটের হস্তান্তর দলিলে মায়ের সই নিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়