শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৬ মে, ২০১৮, ০৯:৫৬ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৮, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই প্রতিবেশী আমরা এক থাকতে চাই: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও ভারত দুই প্রতিবেশী। আমরা এক হয়ে থাকতে চাই। ভবিষ্যতে যেকোনো সমস্যা আমরা বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সমাধান করব। শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন শেষে ভাষণে তিনি একথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঞ্চে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জিসহ দুই বাংলার সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘বাংলাদেশ ভবন উদ্বোধনের সুযোগ পেয়ে আমি আনন্দিত। কবিগুরুর হাতে গড়া শান্তিনিকেতন। তিনি আমাদেরও। দুই দেশের জাতীয় সংগীত তিনি লিখেছেন। তার বেশিরভাগ কবিতাই বাংলাদেশে বসে লেখা। তাই আমাদের অধিকার বেশি।’

শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। আমরা আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ছিটমহল বিনিময় করেছি। এটি বিশ্বের বুকেই বিরল ঘটনা। ভবিষ্যতেও যেকোনো সমস্যা আমরা বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সমাধান করতে পারব।’

তিনি বলেন, ‘বিশ্বভারতী বিশ্বদ্যালয়ের সঙ্গে আমার সম্পর্ক পুরনো। তারা আমাকে সম্মানিত করেছে। আমি মনে করি, এটা আমারও বিশ্ববিদ্যালয়।’
এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ সরকারের উদ্যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং কবিগুরুর স্মৃতিবিজড়িত কুষ্টিয়ায় ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তুতি চলছে বলেও জানান।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে ভারতের অবদান আমরা ভুলব না। ১ কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, আমাদের দুই দেশের যোদ্ধাদের রক্ত মিশে গেছে। স্বাধীনতার পর মুজিব-ইন্দিরা চুক্তি হয়। স্থল সীমান্ত চুক্তি। ভারতের সবাই দল মত নির্বিশেষে এক হয়ে বিলটি পাস করে দিল।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের শত্রু একটাই, দারিদ্র। আমাদের এই অঞ্চলকে দারিদ্রমুক্ত ও ক্ষুধামুক্ত করতে চাই। সেই লক্ষ্য নিয়ে কাজ করতে চাই। সবাই মিলেই মর্যাদাশীল অঞ্চল গড়ে তুলব।’
তিনি বলেন, ‘বাংলাদেশকে একটা মর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বে তুলে ধরাই আমার লক্ষ্য। ভারতের মতো বন্ধু দেশ পাশে আছে। তাই মনে করি, অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব।’
রোহিঙ্গা ফেরতে মিয়ানমারকে চাপ দিন
বাংলাদেশের প্রধানমন্ত্রী তার বক্তব্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে চাপ দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছি। আমাদের ১৬ কোটি মানুষের দেশ। এত মানুষের খাবারের জোগাড় হলে ৭/৮ লাখ মানুষকেও আমরা খাওয়াতে পারব। তবে সহযোগিতা চাই, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে মিয়ারমার সরকারকে চাপ অব্যাহত থাকুক।’

বাংলাদেশে উন্নয়ন ভারতের জন্য অনুকরণীয়
অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, তার সরকার শেখ হাসিনার সরকারের ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে পূর্ণ সহায়তা দেবে।
তিনি বিশ্বভারতীতে ‘বাংলাদেশ ভবন’কে দু’দেশের সম্প্রীতির প্রতীক বলেও উল্লেখ করেন।
নরেন্দ্র মোদি শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন তার দেশের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেন।
তিনি বলেন, ‘কবিগুরুর স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে এসে আমি শান্তি ও আনন্দ উপভোগ করছি। এখানে আমি অতিথি হিসেবে নই, বিশ্বভারতীর আচার্য হিসেবে এসেছি।’
এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে নরেন্দ্র মোদি ‘বাংলাদেশ ভবনের’ ফলক উন্মোচন করেন। এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও বাংলাদেশের মন্ত্রিপরিষদের সদস্য, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র : পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়