শিরোনাম

প্রকাশিত : ২৬ মে, ২০১৮, ০৪:০৯ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৮, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাহিদা বেড়েছে কুষ্টিয়ার হস্তশিল্পের

সাজিয়া আক্তার: ঈদকে সামনে রেখে কর্মব্যস্ততা বেড়েছে কুষ্টিয়ার কুমারখালির হস্ত শিল্পীদের। রাত-দিন এক করে তৈরি করছেন শাড়ী, সেলোয়ার কামিজ ও লেহেঙ্গার মতো ভারি পোশাক। নতুন পোশাক কিনতে ক্রেতারা ভীড় করছে শহরের বিভিন্ন মার্কেটে।

সোনালী হস্তশিল্প ঘর, কুমারখালির হস্তশিল্পটি এখন সোনালী সময় পার করছে। ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে কারিগরদের। সকাল থেকে রাত অবদি হস্তশিল্পীরা নিপুন হাতে তৈরি করছেন জরির কাজ, বসাচ্ছেন পুতি ও পাথর। শাড়ির পাশাপাশি কাজ করা হচ্ছে থ্রী-পিস ও লেহেঙ্গায়। হস্তশিল্পের তৈরি এসব
শাড়ির দাম ও মানের দিক থেকে ভাল হওয়ায় চাহিদা বেড়েছে স্থানীয় বাজারসহ বিভিন্ন জেলায়।

হস্তশিল্পীরা বলেন, সামনে ঈদ তাই আমাদের ব্যস্ততা একটু বেশি। আমাদের এখানে পুথি, পাথরের ও পাইব দিয়ে হস্তশিল্পের কাজ করা হয়ে থাকে।

বাহারি পোশাকের সমাহার নিয়ে সেজেছে শহরের বিভিন্ন শপিংমল ও মার্কেট। বিভিন্ন নাম ও দামের ভিরে ক্রেতারা খুঁজছেন তাদের পছন্দসই পোশাকটি। তাইতো ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে।

ক্রেতারা বলেন, হস্তশিল্পের শাড়ীগুলো দেখতে অনেক সুন্দর এবং মূল্যতেও অনেক সাশ্রয়ী। এই হস্তশিল্পের শাড়ী, লেহেঙ্গা থ্রী-পিসগুলো দাম অন্যান্য পোশাকের তুলনায় অনেক ভাল ও সুন্দর।

এখনো পুরোপুরি জমে উঠেনি এখানকার মার্কেটগুলো। তবে বিক্রেতাদের আশ্বাস সামনের দিনগুলোতে বাড়বে বেঁচা-কিনি, সরগরম হয়ে উঠবে ঈদ বাজার।

সূত্র: এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়