শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ মে, ২০১৮, ০৩:০১ রাত
আপডেট : ২৬ মে, ২০১৮, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ জুন’ই হতে পারে কিমের সাথে সম্মেলন! : ডোনাল্ড ট্রাম্প

আসিফুজ্জামান পৃথিল/ নূর মাজিদ : শুক্রবার হোয়াইট হাউজের সাসনে উপস্থিত সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ১২ জুন এর নির্ধারিত তারিখেই হতে পারে উত্তর কোরিয় নেতা কিম জং উন এর সাথে পূর্বনির্ধারিত বৈঠক। এর আগে বৃহষ্পতিবার ট্রাম্প পিয়ংইয়ং এর উদ্দেশ্যে লেখা একটি চিঠিতে এই সম্মেলন স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন।

হোয়াইট হাউজের দক্ষিণ দনে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, আমরা দেখতে যাচ্ছি কি হতে পারে। আমরা এখনও তাদের সাথে কথা বলছি। তারা আজ খুবই সুন্দর একটি বিবৃতি দিয়েছে। ম্যারিল্যান্ডের ইউএস নেভাল অ্যাকাডেমির উদ্দেশ্যে যাবার জন্য হেলিকপ্টারে উঠার সময় ট্রাম্প আরো বলেন, ‘আমরা দেখবো কি ঘটে। এমনকি এটি ১২ তারিখেও হতে পারে। আমরা তাদের সাথে কথা বলছি। তারা এটি খুব বেশী চায়। আমরাও চাই এটি হোক।’

উত্তর কোরিয়া কোন খেলা খেলছে কিআ এক সাংবাদিক ট্রাম্পকে এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘সবাই খেলা খেলে। আপনি যে কারো থেকে তা ভালো জানেন।’

এদিকে ট্রাম্পের সম্মেলন স্থগিতের সিদ্ধান্তের জবাবে উত্তর কোরিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখনো (যুক্তরাষ্ট্রের সঙ্গে) আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন এবং তারা আশাবাদী ‘ট্রাম্প ফর্মুলা’ এই ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সমর্থ হবেন। শুক্রবার উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম কে গোয়ান এমন কথা জানান।

তিনি বলেন, “উত্তর কোরিয়ার বিষয়ে মার্কিন নীতির পরিবর্তন আনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেস্টাকে আমরা একটি সাহসী পদক্ষেপ হিসেবেই দেখছি। এর আগে কোন মার্কিন প্রেসিডেন্ট এমন সাহস দেখানোর চেষ্টা করেননি এবং তিনি এই সম্মেলন আয়োজনের ক্ষেত্রে যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন।”

এসময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন, ‘ট্রাম্প ফর্মুলা আমাদের ’ উভয়পক্ষের দুশ্চিন্তা এবং ভীতির জায়গাগুলো দূর করে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি আস্থার পরিবেশ তৈরিতে সহায়তা করবে। এই বিষয়ে ট্রাম্প বিচক্ষনতার সঙ্গে সিদ্ধান্ত নেবেন বলেও তিনি আশা করেন।”

উত্তর কোরিয়ার এমন বক্তব্যের পরপরই শুক্রবার একটি টুইট বার্তায় একে স্বাগত জানিয়েছেন ট্রাম্প।

তবে ট্রাম্প-কিম বৈঠক স্থগিতে অসন্তুষ্টি প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে। ট্রাম্পের এমন সিধান্তে গভীর অনুতাপ প্রকাশ করে তিনি এই সঙ্কট নিরসনে ‘ট্রাম্প ও কিমের মাঝে সরাসারি সংলাপের আহŸান জানান’। আলজাজিরা, রয়টার্স, সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়