শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০১৮, ০১:৪৬ রাত
আপডেট : ২৬ মে, ২০১৮, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রসফায়ার কখনোই অনুমোদনযোগ্য নয়

মাদক চোরাচালান, মাদক ব্যবসা এগুলো সম্পূর্ণ বে আইনি। এসব ব্যবসা বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলছে। এটাকে কমানোর জন্য বিচার বিরোধী হত্যাকান্ড কোন সমাধান নয়। এতে করে মাদক ব্যবসার সাথে সাথে বিনা বিচারে হত্যা হবে কেন? আমরা মনে করি, যারা মাদক ব্যবসা করে, তাদের তালিকা করে আইনত ব্যবস্থা নেওয়া উচিৎ। নিরপেক্ষ তদন্ত করে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার। আবার সারা বাংলাদেশে যতগুলো মাদকের আস্তানা রয়েছে এবং যে সব সীমান্তবর্তী এলাকগুলো থেকে যেমন- সুন্দরবন, টেকনাফ, কক্সবাজার সীমান্ত দিয়ে মাদক প্রবেশ করছে, এসব জায়গাগুলোতে সরকারের কঠোর নজর দেওয়া দরকার। কিছু নির্দিষ্ট জায়গা দিয়ে মাদক প্রবেশ করে আমাদের দেশে।

এক্ষেত্রে সীমান্তবর্তী এলাকায় যারা মাদকের সাথে সম্পৃক্ত রয়েছে, এসব প্রভাবশালী ব্যক্তিদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই মাদক নির্মূল করা সম্ভব হবে। মাদক নির্মূল করা সম্ভব কেবল সরকারের আন্তরিকতায়। সরকারের নিজস্ব আশ্রয়প্রাপ্ত গডফাদারদের ধরতে পারলেই মাদক নির্মূল কার্যকর হবে। বন্দুকযুদ্ধে হত্যা করা- এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ক্রসফায়ার কখনোই অনুমোদনযোগ্য নয়। মাদক নির্মূল করতে সরকারের আন্তরিকতা প্রয়োজন । সীমান্তবর্তী এলাকার প্রভাবশালী লোকদেরকে কন্ট্রোল করতে হবে।

পরিচিতি :কলামিস্ট ও কেন্দ্রীয় কমিটির সদস্য বাসদ/ মতামত গ্রহণ : নৌশিন আহম্মেদ মনিরা/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়