শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৬ মে, ২০১৮, ০১:২৪ রাত
আপডেট : ২৬ মে, ২০১৮, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সরকারকেই ভূমিকা নিতে হবে : ইশা ছাত্র

রফিক আহমেদ : ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে শিক্ষার গুনগতমান ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সরকারকেই মূখ্য ভুমিকা পালন করতে হবে। কিন্তু দু:খজনক বাস্তবতা হল আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে শিক্ষার সুষ্ঠু কোন পরিবেশ নেই।

শুক্রবার রাজধানীর পুরানা পল্টনস্থ আই.এ.বি মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত ‘শিক্ষাপ্রতিষ্ঠান বিভাগীয় সম্পাদক সম্মেলনে’ তিনি এসব কথা বলেন।

ফজলুল করীম মারুফ বলেন, শিক্ষা আমাদের একটি মৌলিক অধিকার। দেশের প্রতিটি নাগরিকের মৌলিক এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারের। ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের দৌরাত্ম্যের কারণে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস ও আবাসিক হল সমূহে সবসময় আতঙ্কের মধ্যে থাকে। ক্যাম্পাস গুলোতে শিক্ষক ও আবাসন সংকট প্রকট আকার ধারণ করেছে।

তিনি বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ কোন ধরনের নিয়মের তোয়াক্কা না করেই শিক্ষার্থীদের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এমতাবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শিক্ষার গুনগতমান ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সরকারকেই মূখ্য ভুমিকা পালন করতে হবে। ক্যম্পাস সমূহে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিতকল্পে নিয়মতান্ত্রিকভাবে কাজ করে যাচ্ছে ইশা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

ইশা ছাত্র আন্দোলনের স্কুল সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিনের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এইচএম কাওছার আহমদ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফ মুহাম্মাদ সালমান, কেন্দ্রীয় সদস্য কে এম শরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও একই দিনে খুলনা ও রাজশাহী বিভাগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে পৃথকভাবে ‘শিক্ষাপ্রতিষ্ঠান বিভাগীয় সম্পাদক সম্মেলন-২০১৮’ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়