শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০১৮, ১২:৩৯ দুপুর
আপডেট : ২৬ মে, ২০১৮, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদকবিরোধী ২৩ দিনে ৬৪ জন নিহত

সুশান্ত সাহা : রাজধানী ঢাকাসহ সারাদেশে মাদকবিরোধী অভিযানে ২৩ দিনে ৬৪ জন নিহত হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারের করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জানা যায়, গত ৪ মে থেকে সারাদেশে মাদকবিরোধী অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ ও র‌্যাবের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত ৬৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা সবাই মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। মাদক কারবারিদের আটক করতে গেলে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে তারও গুলি চালালে এ নিহতের ঘটনা ঘটেছে।

এদিকে পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী প্রচারপত্র বিতরণ চলছে। তাতে লেখা রয়েছে ‘মাদক পরিহার করুন, নিজে বাঁচুন, আগামী প্রজন্মকে বাঁচান’।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে যেমন জিরো টলারেন্স ঘোষণা করেছেন, তেমনই মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ সব গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গোপনে একটি তালিকা তৈরি করেছি। সেই অনুযায়ী দেশে অভিযান চলছে। এই তালিকা অনুযায়ী মাদক ব্যবসায়ীদের বিচারের আওতায় আনা হবে। কোনোভাবে ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজধানীতে বিভিন্ন চেষ্টার পরও মাদকের বিস্তার ঘটেছে। তালিকা অনুযায়ী সব মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে সবাইকে আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ বিষয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, রাজধানীর শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রত্যেককে ধরে বিচারের আওতায় আনা হবে। জনগণের সহযোগিতা নিয়ে রাজধানীর পাড়া-মহল্লার মাদক স্পটগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, পহেলা রমজান থেকে মাদকের বিরুদ্ধে আমাদের চিরুনি অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কমিশনার আরো বলেন, ঢাকা মহানগরের জনগণের সহযোগিতায় আমরা জঙ্গিবিরোধী অভিযানে সফল হয়েছি। মাদকের এই ভয়াবহতা থেকেও আমরা সফল হতে পারব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়